SSC Protest: সপ্তাহান্তে কালীঘাট অভিযান, সোমবার রাতের মধ্যেই SSC-এর থেকে যোগ্য-অযোগ্য তালিকা চাইল চাকরিহারারা Updated: 14 Jul 2025, 09:46 PM IST Sanket Dhar SSC Protesters Demand Candidate List: সোমবার রাতের মধ্যেই তালিকা প্রকাশ করতে হবে এসএসসি-কে। নিজেদের যোগ্য বলে দাবি করা চাকরিহারারা জানালেন সপ্তাহান্তে কালীঘাট অভিযানেও যাবেন তাঁরা। উঠল সুপ্রিম নির্দেশের প্রসঙ্গও।