
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আর তিনদিন পর নতুন বছর ২০২৫। সেখানে আজ, শনিবার থেকে আগামীকাল রবিবার রাত পর্যন্ত বন্ধ থাকবে বারাসতের যশোর রোড। সেক্ষেত্রে পর পর দুটি রাত এখান দিয়ে যানবাহন চলবে না। তার জেরে নাকাল হতে হবে নিত্যযাত্রীদের। বিকল্প পথে ঘুরে যেতে হলে যানজটের শিকার হবেন মানুষজন। ফলে বর্ষবরণের প্রাক্কালে জনগণের ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। এই পথ সংস্কারের জন্য ইতিমধ্যেই দিনের বেলা রাস্তা বন্ধ থাকছে। তাতে একধরণের সমস্যা হচ্ছে। সেখানে টানা দুদিন বন্ধ থাকলে রাতেও সমস্যা বাড়বে বলে আশঙ্কা আমজনতার।
আজ, শনিবার অফিস–কাছারি সব খোলা। সেক্ষেত্রে যশোর রোডে ভিড় থাকবে। তার উপর লরি–সহ ভারী যানবাহন এই যশোর রোড ধরেই যাতায়াত করে। সেখানে দুটি রাত বন্ধ থাকার জেরে পথে যানজট রাতেও দেখা দিতে পারে। আজ শনিবার ও আগামীকাল রবিবার রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত বারাসতের যশোর রোডে যান চলাচল বন্ধ থাকবে। যার জেরে বর্ষবরণের প্রাক্কালে ভোগান্তির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এই পথ এখন সংস্কার করা হচ্ছে। যাতে নতুন বছর থেকে কোনও সমস্যায় পড়তে না হয় সাধারণ মানুষকে।
আরও পড়ুন: একের পর এক ভারতীয় বিখ্যাত ব্যক্তিত্বকে হারাল দেশ, ফিরে দেখা ২০২৪ সাল বেশ বেদনার
কাজিপাড়ায় ১ নম্বর রেলের ট্র্যাক বদল করা হচ্ছে। আর তার জন্য এই যশোর রোড বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। যদিও বিকল্প পথ আছে বলে সমস্যা হবে না মনে করছেন ট্রাফিক পুলিশের কর্মীরা। যান নিয়ন্ত্রণে বাড়তি পুলিশ রাখা থাকবে। কাজিপাড়া রেলগেট সংলগ্ন যশোর রোডের অবস্থা ভাল নয় বলে অভিযোগ। সেখানে কাজ চলছে। তার জেরে ২০ ডিসেম্বর থেকে এখানে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই সংস্কারের কাজ করার জেরে দিনের বেলা বন্ধ রাখতে হয় যশোর রোড। তাই রাত ১১টা থেকে ভোর ৪টে পর্যন্ত এখানে গাড়ি চলাচল করছিল। এবার সেটাও শনিবার এবং রবিবার করবে না। নতুন বছরের ৪ জানুয়ারির মধ্যে এই সংস্কার শেষ করতে চায় দফতর।
আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই যশোর রোড। বিকল্প পথ হিসাবে কলকাতা থেকে বনগাঁ যাওয়ার গাড়িগুলি বারাসত চাঁপাডালি মোড়ের আগে উড়ালপুল দিয়ে কলোনি মোড় হয়ে ১২ নম্বর জাতীয় সড়ক ধরে সন্তোষপুর ভায়া যশোর রোডে নিয়ে আসা হবে। আর বনগাঁর দিক থেকে আসা গাড়িগুলিকে অশোকনগরের বিল্ডিং মোড় থেকে আওয়ালসিদ্দি মোড় হয়ে ১২ নম্বর জাতীয় সড়কে নিয়ে আসা হবে। টাকি রোডের দিক থেকে আসা গাড়িগুলিকে কাচকল মোড় হয়ে রাজারহাটের দিকে এবং ধর্মতলা মোড় থেকে ঘুরিয়ে দেওয়া হবে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে লিফলেট বিলি করে প্রচার করা হয়েছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports