বিশ্ব বাংলা গেট থেকে কিছুটা আগে রাস্তায় বসে পড়লেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। অবরূদ্ধ হয়ে যায় এলাকা। সহপাঠীর মৃত্যুর ঘটনায় ঘাতক গাড়ির মালিককে গ্রেফতারের দাবিতে তাদের আন্দোলন।এবার নিউটাউনে দুর্ঘটনায় ছাত্র মৃত্যুর ঘটনাকে ঘিরে উত্তেজনা অন্যদিকে মোড় নিল। সোমবার সন্ধ্যায় আচমকাই পড়ুয়ারা নারকেলবাগানের দিকে ছুটতে শুরু করেন। পুলিশ তাদের আটকে দিলে পালটা প্রতিরোধ গড়ে তোলেন পড়ুয়ারা। ঘুরপথে তারা বিশ্ব বাংলা গেটের দিকে যেতে শুরু করেন। রীতিমতো মিছিল করে তারা বিশ্ব বাংলা গেটের দিকে এগোতে শুরু করেন। তাদের দাবি, পুলিশ ঘাতক গাড়িটি আটক করেছে বলছে। কিন্তু কোনওভাবেই মালিকের নাম প্রকাশ্যে আনছে না। অবিলম্বে দুর্ঘটনার সিসি ক্য়ামেরা ফুটেজ সামনে আনার দাবিতে সরব হলেন তারা।গোটা ঘটনায় দফায় দফায় উত্তেজনা ছড়ায় এলাকায়। আন্দোলনকারীরা বিশ্ববাংলা গেটের দিকে ছুটতে শুরু করেন। এদিকে পুলিশও তাদের পেছনে ছোটা শুরু করেন। আন্দোলনকারীদের দাবি, পুলিশ গাড়ির মালিককে আড়াল করার চেষ্টা করছে। প্রভাবশালী কেউ এই ঘটনায় জড়িত থাকতে পারে।এদিকে পুলিশের দাবি, রুবির কাছে একটি গ্যারাজে ঘাতক গাড়ির সন্ধান মেলে। এদিকে তদন্তের স্বার্থে পুলিশ মালিকের নাম প্রকাশ করতে চায়নি।তবে আন্দোলনকারীদের দাবি, পুলিশ মালিককে আড়াল করার চেষ্টা করছে। সেকারণে তারা বিশ্ব বাংলার গেটের কাছে অবরোধ করতে চান।আন্দোলনকারীরা জানিয়েছে প্রভাবশালীকে আড়াল করতে চাইছে পুলিশ। একটা ছেলের জীবন শেষ হয়ে গিয়েছে। আমরা প্রতিবাদের রাস্তায় নেমেছি। পুলিশ আমাদের উপর বলপ্রয়োগ পড়েছে। এটা কিছুতেই মানা যায় না। এদিকে এদিন পড়ুয়াদের আন্দোলনের জেরে বিশ্ব বাংলা গেটে কাছে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। সাময়িকভাবে পড়ুয়াদের কর্মসূচির জেরে গাড়ি চলাচলেও বিঘ্ন ঘটে। এদিকে ওই রাস্তা দিয়ে সন্ধ্যায় অফিস থেকে ফেরেন অনেকে। তারাও সমস্যায় পড়ে যান। পুলিশ গিয়ে কোনওরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, সিসি ক্যামেরার ফুটেজে নাকি ধরা পড়েছে ওটা তৃণমূলের এক সাংসদের বা তার সঙ্গীর গাড়ি। কিন্তু প্রশাসন কি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে?প্রসঙ্গত রবিবার আলিয়া বিশ্ববিদ্যালয় থেক ইকো স্পেসের দিকে যাচ্ছিলেন এক ছাত্র। সেই সময় একটি বেপরোয়া গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালায়। মৃতের নাম শাকিল আহম্মদ। তিনি আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোর বিভাগের ছাত্র ছিলেন।