
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বাসন্তী হাইওয়েতে প্রায়ই পথ দুর্ঘটনা ঘটে। সম্প্রতি একের পর এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অনেকের। কিছুদিন আগেই বাসন্তী হাইওয়েতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল কলকাতা পুলিশের এক ট্রাফিক সার্জেন্টের। এরজন্য রাস্তার বেহাল দশাকেই দায়ী করছেন আধিকারিকরা। এই পরিস্থিতিতে পথ দুর্ঘটনায় রাশ টানতে বাসন্তী হাইওয়ে আমূল সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে পূর্ত দফতর। প্রায় ২৫ কিলোমিটার রাস্তা সংস্কার করা হবে বলে পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি বাসন্তী হাইওয়ের দু'পাশে অবস্থিত খালে প্রায়ই গাড়ি পড়ে যাওয়ার ঘটনাও ঘটে। এই দুর্ঘটনা আটকাতে খাল সংলগ্ন রাস্তার দু'পাশে ক্র্যাশ বেরিয়ার দেওয়া হবে বলেও পূর্ত দফতর সূত্রের খবর।
এই বিষয়টিতে জোর দেওয়া হয়েছে গত সপ্তাহে কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট শশীভূষণ মিত্রের মৃত্যুর পর। বেহাল রাস্তার কারণেই তিনি নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়ে যাওয়ায় তার মৃত্যু হয়। ফরেনসিক রিপোর্টে রাস্তার বেহাল দশার কথায় উঠে এসেছে। পূর্ত দফতর সূত্রে খবর, বাসন্তী হাইওয়ের প্রায় ১৮ টি জায়গায় আমূল সংস্কার করে ফেলা হবে। ২৫ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য ইতিমধ্যেই দরপত্র ডাকার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
মনে করা হচ্ছে, আগামী মাস থেকেই এই কাজ শুরু হয়ে যাবে। যে অংশে রাস্তার অবস্থা একেবারেই খারাপ সেখানে পিচের আস্তরণ তুলে পুনরায় নতুন পিচ দিয়ে ঢেকে দেওয়া হবে রাস্তা। একাধিক জায়গাতে নতুন করে ট্রাফিক সিগন্যাল বসানোর চিন্তাভাবনা করছে পূর্ত দফতর। এর ফলে গাড়ির গতি নিয়ন্ত্রণ করা যাবে বলে আধিকারিকরা জানিয়েছেন।
সূত্রের খবর, ট্রাফিক সার্জেন্টের মৃত্যুর পর কলকাতা পুলিশের কাছ থেকে চিঠি পেয়ে বাসন্তী হাইওয়ে পরিদর্শন করেন পূর্ত দফতরের আধিকারিকরা। এরপরেই তাদের রিপোর্টের ভিত্তিতে রাস্তা সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। কলকাতা পুলিশের সঙ্গে আলোচনার ভিত্তিতে বাসন্টি হাইওয়েতে ট্রাফিক সিগনাল বসানো নিয়ে সিদ্ধান্ত নেবে পূর্ত দফতর।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports