হাইকোর্টে দায়ের হওয়া মামলার রায় এলেই বসিরহাটের সাংসদ হবেন রেখা পাত্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেশখালি সফরের আগে এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুবাবু বলেন, মুখ্যমন্ত্রীর দেওয়া টাকা সন্দেশখালির মানুষ অভাবের তাড়নায় নিয়ে নিতে পারেন কিন্তু সেখানে কোনও হিন্দুর ভোট তিনি পাবেন না।
শুভেন্দুবাবু বলেন, ‘কোনও লাভ হবে না। গত লোকসভা নির্বাচনে আমরা সন্দেশখালি থেকে আমরা ৭ হাজার ভোটে লিড দিয়েছি। যে সন্দেশখালিতে ২০২১এর নির্বাচনে সুকুমার মাহাতো ৭০ হাজার ভোটে জিতেছিলেন। বসিরহাট আসন আমরা জিততে পারিনি কারণ সেখানে মুসলমান ভোট প্রায় ৬০ শতাংশের কাছাকাছি। সেখানে বাদুড়িয়া, মিনাখাঁর মতো বহু জায়গায় হিন্দুরা সংখ্যালঘু। সেখানে হিন্দুদের ভোট দিতে যেতে দেওয়া হয় না। অত টাকা খরচ করতে হয়তো পারব না, কিন্তু মুখ্যমন্ত্রী যেদিন যাবেন, তার পর দিন আমি সন্দেশখালিতে গিয়ে জনসংযোগ করব। সন্দেশখালিটা বিজেপির জায়গা। আর কঠিন সময় বিরোধী দলনেতা তাদের পাশে ছিল। আজও আছে।’
শুভেন্দুর পূর্বাভাস, ‘সন্দেশখালির হিন্দু ও জনজাতি পরিবারগুলোকে আপনি যদি ১ কোটি টাকা করেও দেন অভাবের তাড়নায় নিয়ে নিতে পারে। সরকারি টাকা আপনি অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিতে পারেন। কিন্তু সন্দেশখালির কোনও হিন্দু, বিশেষ করে তফশিলি ও জনজাতিরা আপনাকে ভোট দেবে না। আপনাকে ভোট দেবে পিঠা তৈরি করা শেখ শাহজাহান ও তাঁর কোম্পানি। আমরা ৭ হাজার ভোটে এগিয়ে আছি। আগামী দিনে আরও বেশি ভোটে জিতব।’ এর পরই তিনি বলেন, ‘রেখা পাত্রের করা যে মামলা হাইকোর্টে চলছে তাতে রেখা পাত্রের সাংসদ হওয়া শুধু সময়ের অপেক্ষা।’