নাবালিকাকে অপহরণের অভিযোগ উঠল একটি নামকরা কলেজের অধ্যাপিকার বিরুদ্ধে। কলকাতার গড়িয়ার দীনবন্ধু অ্যানড্রুজ কলেজের ভৌতবিজ্ঞানের শিক্ষিকা অরুণিমা চন্দ এক নাবালিকা অপহরণ করেছেন বলে অভিযোগ। তার ভিত্তিতে ওই অধ্যাপিকাকে গ্রেফতার করেছে সিঁথি থানার পুলিশ। এই ঘটনায় পুলিশ আরও দুইজনকে গ্রেফতার করেছে, যথাক্রমে অরুণিমার মেয়ে অনুষ্কা চন্দ চৌধুরী এবং ভাই অনুপভা চন্দ। অভিযুক্তদের কসবা থানার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এবং সোমবারই তাদের আদালতে পেশ করা হবে।
আরও পড়ুন: ক্যাফেতে বান্ধবীর সঙ্গে আড্ডায় 'কাল'! যুবককে অপহরণ করে গণপিটুনি, তারপর যা হল…
পুলিশ সূত্রে জানা গেছে, অপহৃত নাবালিকা দমদম মেট্রো স্টেশন সংলগ্ন চাতাল এলাকার বাসিন্দা। গত ১৯ সেপ্টেম্বর, অর্থাৎ শুক্রবার, সে হঠাৎ নিখোঁজ হয়। পরিবারের তল্লাশি ব্যর্থ হওয়ায় সিঁথি থানায় নিখোঁজ মামলা দায়ের করা হয়। এরপর তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অপহরণকারীদের সনাক্ত করেন। ঘটনা সূত্রে জানা গেছে, নাবালিকাকে ডাব খাওয়ানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করেন অনুষ্কা, এবং ওই সময় উপস্থিত ছিলেন অরুণিমা চন্দ। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, তাঁকে কোনওরূপে প্রতিরোধ করতে দেখা যায়নি। এরপর পুলিশ আরও ফুটেজ যাচাই করে অভিযুক্তদের মেট্রো ও গড়িয়ার বাড়িতে যাওয়ার গতিবিধি নজরে রাখে। অপহৃতকে সেখানে আটকে রাখা হয়েছিল।
সোমবার সকালে পুলিশ অভিযান চালিয়ে নাবালিকাকে উদ্ধার করেছে এবং অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে। পুলিশ বলছে, অভিযুক্তদের মোটিভ বোঝার জন্য বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তকারীরা ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন এবং মামলা রেকর্ড করে তদন্ত আরও গভীরতর করেছেন। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন সতর্ক করেছেন, এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।