বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Patna Hospital Murder Probe in WB: নিউটাউনের পর আনন্দপুর, পটনার সরকারি হাসপাতালে গ্যাংস্টার খুনে আরও ৫ গ্রেফতার বাংলায়
পরবর্তী খবর
সম্প্রতি পটনার এক সরকারি হাসপাতালের আইসিইউতে ঢুকে এক দুষ্কৃতীকে গুলি করে খুন করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত বেশ কয়েকজনকে ১৯ জুলাই নিউ টাউন থেকে গ্রেফতার করা হয়েছিল। ১৯ জুলাই সকালে এই হত্যাকাণ্ডর সঙ্গে জড়িত সন্দেহে পাঁচ অভিযুক্তকে ধরেছিল পুলিশ। আর ১৯ জুলাই রাতেই দক্ষিণ কলকাতার আনন্দপুর এলাকা থেকে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরও ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই আবহে এই মামলায় মোট ধৃতের সংখ্যা বেড়ে ১১ হয়েছে। মূল অভিযুক্ত তৌসিফ রাজাকে আগেই পাটনা থেকে ধরা হয়েছিল। আর বাংলা থেকে ধরা পড়ল আরও ১০। (আরও পড়ুন: IIM ধর্ষণ কাণ্ডে নয়া মোড়, ধোঁয়াশা বাড়ছে অভিযোগ ঘিরে, জামিন অভিযুক্তের)