বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের তদন্তে আদালতের ভর্ৎসনার মুখে পড়ে অবশেষে তৃণমূলি বিধায়ক পরেশ পালকে তলব করেছে সিবিআই। আগামী ১৮ জুলাই বেলেঘাটার বাহুবলী বিধায়কসহ তৃণমূলি ২ কাউন্সিলরকে তলব করেছে সিবিআই। আর তার আগে আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন পরেশ পাল ও ২ কাউন্সিলর।
অভিজিৎ সরকার খুনের মামলায় সম্প্রতি পরেশ পাল, তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের নামসহ ১৮ জনের নামে বিশেষ আদালতে সাপ্লিমেন্টরি চার্জশিট পেশ করে সিবিআই। এর পর আদালত সিবিআইকে প্রশ্ন করে, ২ বছর আগে হাতে থাকা তথ্য জানিয়ে কেন এখন চার্জশিট পেশ করছে সিবিআই? অভিযুক্তদের কাউকে কি হেফাজতে নিয়েছেন তদন্তকারীরা? জবাবে সিবিআই জানায় অভিযুক্তরা তদন্তে সহযোগিতা করছেন। এর পরই আদালতের ভর্ৎসনার মুখে পড়ে সিবিআই। আদালতের ধমক খেয়ে ১৮ জুলাই পরেশ পাল, স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছেন তদন্তকারীরা।
তৃণমূলের বাহুবলী বিধায়ক পরেশ পাল কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করে জানিয়েছেন, তিনি তদন্তে সহযোগিতা করতে চান। কিন্তু যেহেতু চার্জশিটে তাঁর নাম রয়েছে তাই তিনি আইনি সুরক্ষা চান। একই কথা জানিয়েছেন তৃণমূলের ২ কাউন্সিলরও। বুধবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলাগুলির শুনানি হতে পারে।