মেয়ে অঙ্কিতা অধিকারীকে বেআইনিভাবে শিক্ষিকার চাকরি পাইয়ে দেওয়ায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। সোমবার সকাল ১১টা নাগাদ তিনি বিধাননগরের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে পৌঁছন। তার পর থেকে তাঁকে টানা জেরা করছেন গোয়েন্দারা।ববিতা সরকার নামে এক যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে অঙ্কিতা অধিকারীকে চাকরি দেওয়ার অভিযোগ ওঠে মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে। আদালতের দ্বারস্থ হলে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করে সমস্ত টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিযোগ ওঠে, পরেশ অধিকারীর ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগদানের অন্যতম শর্ত ছিল চাকরি দিতে হবে মেয়েকে। সেই শর্ত পূরণ করতে সমস্ত নিয়ম কানুন ভেঙে বাড়ির কাছের স্কুলে পদ তৈরি করে নিয়োগ দেওয়া হয় অঙ্কিতাকে।অঙ্কিতাকে আদালত চাকরি থেকে বরখাস্ত করার পর সিবিআইয়ের মুখোমুখি হয়েছেন পরেশ। তবে এবারই প্রথম ইডির মুখোমুখি হলেন তিনি। ইডি সূত্রের খবর, এই চাকরি পাওয়ার প্রক্রিয়ায় কোনও টাকার লেনদেন হয়েছে কি না। কী ভাবে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে তা তাঁর জানা আছে কি না এসব জানতে চাইতে পারেন ইডির গোয়েন্দারা।