অন্য রাজ্যে যেখানে করোনা ক্রমশই ভয়াল রূপ নিচ্ছে, সেখানে অনেকটাই ভালো অবস্থা পশ্চিমবঙ্গের। রিকভারি রেট প্রায় ৬৬ শতাংশ ছুঁইছুঁই। করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দশ হাজারের বেশি মানুষ। এখনও অ্যাক্টিভ কেস সাড়ে চার হাজারের একটু বেশি। ২৫ জুনের রাজ্য সরকারের দেওয়া মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, করোনায় মারা গিয়েছেন ৬০৬ জন। এর মধ্যে ১৫ জন গত ২৪ ঘণ্টায় মৃত। তার মধ্যে ছয় জন কলকাতার নিবাসী। উত্তর দিনাজপুরে এদিন প্রথম কেউ করোনায় মারা গেলেন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্ত ১৫১৭৩। এর মধ্যে নয়া কেসের সংখ্যা ৪৭৫। ছাড়া পেয়েছেন ১০১৯০। গত এক দিনে ৪৮৮ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪৮৫২। ডিসচার্জ রেট ৬৫.১২ শতাংশ। এখনও পর্যন্ত টেস্ট হয়েছে ৪.৪ লক্ষ নমুনা যার মধ্যে ৩.৫৬ শতাংশ। যারা মারা গিয়েছেন তাদের সিংহভাগ কলকাতার বাসিন্দা। এছাড়াও হাওড়া ও উত্তর ২৪ পরগনায় অনেকে মারা গিয়েছেন। বৃহস্পতিবার রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করেছে যে প্রতিটি কোভিড হাসপাতালে যেন ক্যুইক রেসপন্স টিম থাকে যারা মুমূর্ষু রোগীর সেবা করতে পারবেন।