সরকারি হাসপাতালের চাকরিটা গৌন। আর প্রাইভেট প্র্যাকটিশটাই আসল। একাধিক সরকারি হাসপাতালের বহু চিকিৎসক রয়েছেন যারা দিনের পর দিন ধরে বেসরকারি ক্লিনিকে প্র্যাকটিশ করেন। তবে এবার সেই সরকারি চিকিৎসকদের নির্দিষ্ট নিয়মের মধ্য়ে বাঁধতে চাইছে স্বাস্থ্য দফতর। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর একটি নির্দেশিকা জারি করেছে সোমবার।
সেখানে উল্লেখ করা হয়েছে, সরকারি হাসপাতালে ও সরকারি ইনস্টিটিউটে কর্মরত সমস্ত চিকিৎসকদের নো অবজেকশন সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে তাঁরা যদি প্রাইভেট প্র্যাকটিশ করতে চান। একেবারে স্পষ্টভাবে No Objection Certificate এর কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এনওসি ছাড়া আর প্রাইভেট প্র্যাকটিশ নয়। জানিয়ে দিল রাজ্য স্বাস্থ্য দফতর।
কার কাছ থেকে এই নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে?
ডাইরেক্টর অফ মেডিক্যাল এডুকেশন অথবা ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসের সার্ভিসের কাছ থেকে এই নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। এজন্য নির্দিষ্ট আবেদন করতে হবে। তারপরই এনিয়ে নো অবজেকশন সার্টিফিকেট পাবেন সংশ্লিষ্ট চিকিৎসক। তারপরই তিনি প্রাইভেট প্র্যাকটিশ করতে পারবেন।এক্ষেত্রে নির্দিষ্ট ফরম্য়াটে আবেদন করতে হবে। ডাইরেক্টর অফ মেডিক্যাল এডুকেশন, ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসের পক্ষ থেকে এই নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হবে। তারপরই তিনি এই প্রাইভেট প্র্যাকটিশ করতে পারবেন।
কোথায় তিনি প্রাইভেট প্র্যাকটিশ করতে পারবেন?
সরকারি হাসপাতালের কোনও চিকিৎসক কোথায় প্র্যাকটিশ করতে পারবেন সেটাও উল্লেখ করা হয়েছে এই নির্দেশিকায়। সেখানে বলা হয়েছে যেখানে তিনি পোস্টিং রয়েছেন সেখান থেকে ২০ কিমি এলাকার মধ্য়ে তিনি প্রাইভেট প্র্যাকটিশ করতে পারবেন। কিন্তু সরকারি চত্বরে বা সরকারি কোনও কোয়ার্টারে তিনি প্রাইভেট প্র্য়াকটিশ করতে পারবেন না। সেটাও উল্লেখ করা হয়েছে এই নির্দেশিকায়।যে ফরম্যাটে এই আবেদন করতে হবে তার কপিও দেওয়া হয়েছে এই নির্দেশিকায়। সেখানে চিকিৎসকের নাম, এমপ্লয়ি আইডি, রেজিস্ট্রেশন নাম্বার, আধার নম্বর, প্যান নম্বর, প্রথম পোস্টিং কোথায় হয়েছিল, চাকরির মেয়াদ কতদিনের, তাঁর পদমর্যাদা, বর্তমানে তিনি কোথায় পোস্টিং রয়েছেন সেটা উল্লেখ করতে হবে।
সেই সঙ্গেই জানাতে হবে কোথায় তিনি প্রাইভেট প্র্যাকটিশ করতে চান? সেটাও জানাতে হবে তাঁকে। কোন জেলায় তিনি প্র্যাকটিশ করবেন সেটাও জানাতে হবে তাঁকে।