জমি নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা দেখা দিয়েছিল। অবশেষে সেই জট কাটিয়ে নতুন কম্প্যাক্টর স্টেশন পেতে চলেছে কলকাতা পুরসভার ১১১ নম্বর ওয়ার্ড। গড়িয়ায় আগামী মাসে এই নতুন স্টেশনের উদ্বোধন হতে চলেছে। এর ফলে দীর্ঘদিন ধরে আবর্জনা নিয়ে স্থানীয়দের যে সমস্যা ছিল, তার সমাধান হবে।
আরও পড়ুন: ঝকঝকে হবে পুর এলাকা, এবার আবর্জনা সাফাই নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন মমতা
সাধারণত এতদিন এই ওয়ার্ডের গড়িয়া, ব্রহ্মপুর, বিবেকানন্দ পার্ক-সহ সংশ্লিষ্ট এলাকায় আধুনিক মানের ভ্যাট ছিল না। বিবেকানন্দ পার্কের গোষ্টতলা এলাকায় একটি পুরনো ভ্যাটেই যাবতীয় আবর্জনা ফেলা হত। সেখানেই এই কম্প্যাক্টর স্টেশন তৈরি হয়েছে। জানা যাচ্ছে, এই স্টেশন চালু হলে ভ্যাট তুলে দেওয়া হবে। নতুন স্টেশনে তিনটি কম্প্যাক্টর গাড়ি রাখা হবে। এছাড়াও, বাড়ি-বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ করে থাকে পুরসভার ব্যাটারিচালিত ছোট গাড়ি। সেই সব গাড়ির চার্জিংয়ের জন্য ইতিমধ্যেই চার্জিং স্টেশনও তৈরি হয়েছে এই ওয়ার্ডে। সেখানে ২০টি গাড়ি চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে।
উল্লেখ্য, কম্প্যাক্টর স্টেশন হল একটি আধুনিক, পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা। সেখানে বর্জ্য সংগ্রহ, বর্জ্য অন্যত্র নিয়ে যাওয়া এবং প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয়। পুরসভার এই পদক্ষেপে খুশি স্থানীয়রা। বিবেকানন্দ পার্কের বাসিন্দাদের বক্তব্য, আশপাশের ওয়ার্ডগুলিতে কম্প্যাক্টর স্টেশন থাকলেও এই ওয়ার্ডে এতদিন তা ছিল না। আগে ভ্যাট ছিল। ফলে রাস্তার ধারে ময়লা পড়ে থাকতে দেখা যেত। আর তা দুর্গন্ধ ছড়িয়ে পড়ত। তবে এই স্টেশন চালু হলে আর রাস্তায় যেখানে সেখানে আবর্জনা পড়ে থাকবে না।