শুক্রবার টক টু মেয়র অনুষ্ঠানে জল জমার অভিযোগ তোলেন ১১১ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা। তাঁর অভিযোগ ছিল, ব্রহ্মপুরে প্রগতি পার্ক এলাকায় কয়েক দিন ধরে জল জমে রয়েছে। এমনিতেই কলকাতায় ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে শুরু করেছে। তার ওপর জল জমার ফলে ডেঙ্গুবাহী মশার প্রাদুর্ভাব বাড়ছে বলে অভিযোগ তোলেন ওই বাসিন্দা।
ফিরহাদ হাকিম।
কলকাতার বিভিন্ন এলাকায় বর্ষায় জল জমার সমস্যা দীর্ঘদিনের। তার মধ্যে বেহালা হল অন্যতম। সেখানে অল্প বৃষ্টিতেই জল জমে যায়। যার ফলে সমস্যায় পড়তে হয় সেখানকার মানুষকে। কলকাতায় জল জমার সমস্যা নিয়ে এর আগেও কলকাতায এনভায়রনমেন্ট ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (কেইআইআইপি) ইঞ্জিনিয়ারদের তুলোধোনা করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এবার টক টু মেয়র অনুষ্ঠানে ফের কেইআইআইপির ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ফিরহাদ। তিনি মন্তব্য করেন, ‘যদি ইঞ্জিনিয়াররা ঠিকমতো কাজ না করে তাহলে ইঞ্জিনিয়ার রেখে লাভ কী?’
শুক্রবার টক টু মেয়র অনুষ্ঠানে জল জমার অভিযোগ তোলেন ১১১ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা। তাঁর অভিযোগ ছিল, ব্রহ্মপুরে প্রগতি পার্ক এলাকায় কয়েক দিন ধরে জল জমে রয়েছে। এমনিতেই কলকাতায় ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে শুরু করেছে। তার ওপর জল জমার ফলে ডেঙ্গুবাহী মশার প্রাদুর্ভাব বাড়ছে বলে অভিযোগ তোলেন ওই বাসিন্দা।এই কথা শোনার পরে মেয়র কেইআইআইপির এক আধিকারিককে প্রশ্ন করেন, ‘কেন ঠিকাদারদের দিয়ে নিয়মিত জমা জল সরানো হচ্ছে না?’ একই সঙ্গে তিনি নির্দেশ দিয়েছেন, বৃষ্টি হলে নিয়মিত পাম্প চালু রেখে প্রতিটি এলাকায় থেকে জল সরিয়ে ফেলতে হবে। কোনওভাবে জল জমতে দেওয়া যাবে না। এর পাশাপাশি প্রতিটি বরো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদেরও সতর্ক করেছেন ফিরহাদ।
যদিও এদিন অনুষ্ঠানে কেইআইআইপির ডিজি উপস্থিত ছিলেন না। তাঁর বদলে উপস্থিত ছিলেন অন্য এক আধিকারিক। সেই আধিকারিককে মেয়র ভর্ৎসনা করে বলেন, ‘আপনার কেইআইআইপির ইঞ্জিনিয়াররা কী অফিসে বসে কাজ করেন নাকি ঘটনাস্থল ঘুরে দেখেন?’ তখন ওই আধিকারিক জানান, ‘পরামর্শদাতা পুরো কাজটা করে থাকে। ফলে তাদের ঘটনাস্থলে যেতে হয় না।’ এর পরেই মেয়র ক্ষুব্ধ হয়ে বলেন, ‘পরামর্শদাতা যেখানে পুরো কাজটা করছে তাহলে ইঞ্জিনিয়ারদের রেখে তো লাভ নেই।’ মেয়র পুর কমিশনারকে বলেন, ‘ইঞ্জিনিয়ারদের অন্যত্র বদলি করে দিন। কাজে গাফিলতি হলে আমরা সরাসরি পরামর্শদাতাদের বলব।’ ওই আধিকারিককে আরও ভর্ৎসনা করে মেয়র আরও বলেন, ‘টক টু মেয়র অনুষ্ঠানে কেন এলেন আপনি? পরামর্শদাতাকে পাঠাবেন ইঞ্জিনিয়ারেরা ময়দানে নেমে কাজ না করলে সেই ইঞ্জিনিয়ারদেরকে রেখে লাভ কী?’