বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Firhad Hakim: অনলাইন হলেও কমেনি দালালরাজ! হাতেনাতে জন্ম শংসাপত্রের দালাল ধরলেন মেয়র
পরবর্তী খবর
Firhad Hakim: অনলাইন হলেও কমেনি দালালরাজ! হাতেনাতে জন্ম শংসাপত্রের দালাল ধরলেন মেয়র
1 মিনিটে পড়ুন Updated: 19 Aug 2023, 02:04 PM ISTChiranjib Paul
সপ্তাহের বৃহস্পতিবার তিনি ১৫ নম্বর বরো অফিসে বসেন। এই বৃহস্পতিবারও তিনি যথারীতি বসে নাগরিকদের অভাব অভিযোগের কথা শুনছিলেন। হঠাৎ সেখানে হজির হন এক হিন্দিবাসী মহিলা। তিনি মেয়রের কাছে এসে কাতর স্বরে বলেন, 'কমিয়ে দিতে বলুন না'।
সাংবাদিক বৈঠকে মেয়র ফিরহাদ হাকিম।
জন্ম-মৃত্যুর শংসাপত্রের জন্য অনলাইনে আবেদন করতে। সেই আবেদনের ভিত্তিতে মেলে শংসাপত্র। দালালরাজ বন্ধ করতেই এই ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অনলাইন করার সত্বেও কমেনি দালালরাজ। মানুষের অজ্ঞতাকে কাজে লাগিয়ে তা বহাল তবিয়েতে চলছে। এমনই এক পরিস্থিতির মুখোমুখি হলেন খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
প্রতি সপ্তাহের বৃহস্পতিবার তিনি ১৫ নম্বর বরো অফিসে বসেন। এই বৃহস্পতিবারও তিনি যথারীতি বসে নাগরিকদের অভাব অভিযোগের কথা শুনছিলেন। হঠাৎ সেখানে হজির হন এক হিন্দিবাসী মহিলা। তিনি মেয়রের কাছে এসে কাতর স্বরে বলেন, 'কমিয়ে দিতে বলুন না'। কিছু বুঝতে না পেরে মেয়র তাঁর কাছে জানতে চান, 'কিসের কথা বলছেন আপনি।' উত্তরে মহিলা জানান, তাঁর তিন সন্তান রয়েছে। তিনজনের জন্মশংসাপত্রের জন্য মাথাপিছু ছয় হাজার টাকা করে চেয়েছেন এক ব্যক্তি। সেই টাকাতেই একটু কম করতে বলেছেন তিনি। শুনে সঙ্গে সঙ্গে পশ্চিম বন্দর থানাকে খবর দেন মেয়র।
মেয়র নিজের নিরাপত্তা রক্ষীর হাতে টাকা দিয়ে ওই মহিলাকে দালালের কাছে পাঠিয়ে দেন। ফাঁদে পা দেয় দালাল। টাকা নিতে গেলে হাতেনাতে ধরা হয় তাঁকে। তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
পরে মেয়র সাংবাদিক বৈঠকে জানান, গরিব মানুষ অনলাইনের বিষয়টি জানেন না। এই সুযোগে একদল অসাধু লোক সাধারণ মানুষকে ঠকাচ্ছে। আগে জন্ম-মৃত্যুর শংসাপত্র নিতে পুরসভায় আসতে হত। একে কেন্দ্র গড়ে উঠেছিল দালালরাজ। তা বন্ধ করার জন্য অনলাইন পদ্ধতি চালু করা হয়। অনলাইনে আবদেন করলেই একটি নির্দিষ্ট তারিখ দেওয়া হয়। সেই নির্দিষ্ট তারিখে পুরসভায় এলে হাতে হাতে শংসাপত্র দিয়ে দেওয়া হয়। কিন্তু অনলাইন শংসাপত্র দেওয়া হলেও বন্ধ হয়নি দালালরাজ। খোদ মেয়র হাতেনাতে তার প্রমাণ পেলেন।