আজ বৃহস্পতিবার তিন দিনের সংক্ষিপ্ত অধিবেশন শেষ হল রাজ্য বিধানসভায়।বাংলা ভাষার অপমান এবং বাঙালিদের হেনস্থার বিরুদ্ধে এদিন ফের আলোচনা হয় পশ্চিমবঙ্গ বিধানসভায়। তবে এদিনের অধিবেশন শুরু থেকেই উত্তর তো হয়ে ওঠে বিধানসভা চত্বর। বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখা শুরু করতে বারবার বাধা দেওয়ার চেষ্টা করেন বিরোধীরা। এদিনের অধিবেশনে বাঙালিদের হেনস্থা থেকে শুরু করে একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকার এবং বিজেপিকে তুলনা করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: বিধানসভায় বিজেপি বিধায়কদের সঙ্গে মার্শালদের ধস্তাধস্তি, সাসপেন্ড একাধিক BJP MLA
কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তিনি বলেন, বিজেপির বিদায়ের ঘণ্টা বেজে গিয়েছে। তিনি দাবি করেন, এখন সময় এসে গিয়েছে বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার।
বিমা থেকে জিএসটি প্রত্যাহার প্রসঙ্গ নিয়েও আক্রমণ করেন মমতা। তিনি বলেন, বিমা পরিষেবার ওপর জিএসটি চাপানো অন্যায় ছিল। রাজ্যের চাপেই কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়েছে।
বিজেপিকে চোর বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। দেশ বিক্রি হয়ে যাচ্ছে বলে অভিযোগ করে তিনি প্রশ্ন তোলেন, ‘দেশটাকে বিক্রি করে দিয়েছে। বিজেপি চোর না ডাকু, ডাকাত?’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিদেশের মাটিতে দেশকে ছোট করার অভিযোগ তোলেন তৃণমূল নেত্রী। নাম না করে প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে মমতা অভিযোগ তোলেন, বিদেশ সফরে মাথা নত করে দেশের সম্মান বারবার ক্ষুণ্ণ করা হচ্ছে। রাশিয়া, আমেরিকা, ইসরায়েল, চিন সব জায়গাতেই দেশকে ছোট করা হচ্ছে।