অফিসের পথে বাসের অপেক্ষায়? এভাবে জানতে পারবেন কতদূরে রয়েছে বাস, আসবে কখন
1 মিনিটে পড়ুন Updated: 30 May 2020, 08:12 AM IST- ’ অ্যাপ ডাউনলোড করতে হবে।
২) সেখানে প্রথম থেকেই Govt Bus অপশন সিলেক্ট হয়ে থাকবে।
৩) বাসের বিষয়ে বিস্তারিত জানার জন্য মোবাইল স্ক্রিনের বাঁদিকের উপরের অপশন সিলেক্ট করতে হবে।
৪) সেখানে 'Routes', 'Stops'-এর মতো একাধিক অপশন রয়েছে।
৫) ধরুন আপনি এসপ্ল্যানেডে বাসের জন্য অপেক্ষা করছেন, কখন বাস আসবে তা দেখতে চাইছেন। সেজন্য 'Stops'-এ ক্লিক করতে হবে।
৬) উপরের ‘Search Bar’-এ এসপ্ল্যানেড লিখে সার্চ করুন।
৭) একটি ম্যাপ খুলে যাবে। সেখানে দেখাবে, কোথায় কোন বাস আছে।
৮) এখানে দুটি অপশন রয়েছে - ‘Map View’ এবং 'PIS'।
৯) ‘Map View’-এ বাসের অবস্থান দেখা যাবে।