দুর্গাপুজো মানেই শহরের রাস্তায় লাখো মানুষের ভিড়। প্যান্ডেল থেকে প্যান্ডেলে ছুটে বেড়ানো, সারারাত ধরে ঠাকুর দেখা সবকিছুরই কেন্দ্রবিন্দু হচ্ছে কলকাতার রাস্তাঘাট। তাই প্রতি বছরের মতো এ বছরও লালবাজার আগে থেকেই ট্রাফিক নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নিয়েছে। তবে এবার চতুর্থী পড়েছে শুক্রবারে, অর্থাৎ উইকএন্ডের শুরুতেই জমজমাট প্যান্ডেল হপিং শুরু হয়ে যাবে বলে ধরে নিচ্ছে পুলিশ। অফিস, স্কুল-কলেজ বন্ধ থাকায় শহরে ভিড় আরও বাড়বে। এই পরিস্থিতি সামাল দিতে তৃতীয়া থেকেই রাস্তায় নামবে অতিরিক্ত পুলিশবাহিনী।
আরও পড়ুন: দুর্গা প্যান্ডেলে স্বস্তিকার মূর্তি, ছবি শেয়ার নায়িকার! কোথায় গেলে দেখতে পাবেন?
গত সপ্তাহেই কলকাতা পুলিশের ট্রাফিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা। সেখানেই তাঁর স্পষ্ট নির্দেশ পুজোর সময় কোনও ভাবেই শহরে যানজট তৈরি হওয়া চলবে না। বিশেষত যেসব এলাকায় রাস্তায় প্যান্ডেল গড়ে ওঠে, সেসব জায়গায় ভিড় সামলাতে হবে আরও সতর্কভাবে। পুলিশ সূত্রের খবর, এবার প্রায় সাড়ে তিন হাজার অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হচ্ছে।
ট্রাফিক বিভাগের নির্দেশিকায় জানানো হয়েছে, তৃতীয়ায় সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শহরে কোনও পণ্যবাহী গাড়ি প্রবেশ করতে পারবে না। চতুর্থী ও পঞ্চমীতে ভোর ৬টা থেকে রাত ২টো পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন ভোর ৬টা থেকে পরদিন ভোর ৪টা পর্যন্ত পণ্যবাহী যান শহরে চলাচল করতে পারবে না। তবে দুধ, সব্জি ও ওষুধের মতো জরুরি পণ্যের গাড়ি এই নিয়মের বাইরে রাখা হয়েছে। ট্রাফিক পুলিশ জানিয়েছে, দক্ষিণ কলকাতার মোট ৫৭টি রাস্তায় তৃতীয়া থেকেই যান নিয়ন্ত্রণ চালু হবে। এসব রাস্তায় গাড়ি পার্ক করা যাবে না। রাসবিহারীতে যান চলাচল বন্ধ না হলেও গাড়ি রাখার উপর কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে। একইভাবে উত্তর, মধ্য, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম কলকাতাতেও যান নিয়ন্ত্রণের বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।