কসবায় আন্দোলনরত শিক্ষকদের উপর লাঠিপেটা করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তবে শিক্ষকদের দাবি ,শুধু লাঠি নয়, লাথিও মেরেছে পুলিশ।
তবে কলকাতা পুলিশ দাবি করেছিল মৃদু বলপ্রয়োগ করা হয়েছিল। তবে এই মৃদু বলপ্রয়োগ কেন করা হয়েছিল তারও ব্যাখা দিয়েছিল পুলিশ। সেখানে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। সেখানে এক শিক্ষককে বলতে শোনা গিয়েছিল পেট্রল নিয়ে আয় জ্বালিয়ে দেব! তবে এই ভিডিয়োর সত্য়তা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
কিন্তু একজন শিক্ষক যদি বাস্তবে এমন কথা বলে থাকেন তাহলে তা উদ্বেগের। এমনটাই মনে করেন অনেকে। কিন্তু কে সেই শিক্ষক যিনি এই ধরনের মন্তব্য করেছিলেন?
আনন্দবাজার অনলাইনের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে সেই চাকরিহারা শিক্ষক আসলে কে? কেন তিনি এই ধরনের মন্তব্য করেছিলেন?
ওই প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে ওই শিক্ষকের নাম প্রতাপ রায়চৌধুরী। তিনি সোনারপুর এমসি হাই স্কুলের নবম ও দশম শ্রেণির শিক্ষক।
এবার প্রশ্ন তিনি কি কসবায় পেট্রল দিয়ে জ্বালিয়ে দেওয়ার কথা বলেছিলেন?