বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > কলকাতার ৭০ বছরের পুরনো রেল ওভারব্রিজ ভাঙবে KMDA, অর্থ অনুমোদন মিললেই কাজ শুরু
পরবর্তী খবর
কলকাতার ৭০ বছরের পুরনো রেল ওভারব্রিজ ভাঙবে KMDA, অর্থ অনুমোদন মিললেই কাজ শুরু
1 মিনিটে পড়ুন Updated: 25 Aug 2023, 01:58 PM ISTChiranjib Paul
ভাঙার জন্য ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছিল। কেএমএডি-র আধিকারিক সূত্রে জানা গিয়েছে, যে সংস্থা বিবেকান্দ রোড ফ্লাইওভার ভেঙেছে তারাই চিৎপুর রেলওয়ে ওভার ব্রিজটি ভাঙবে।
চিৎপুর রেলওয়ে ওভারব্রিজ
ভেঙে ফেলা হবে ৭০ বছরের পুরনো উত্তর কলকাতার বাগবাজার এবং কাশীপুরের সংযোগকারী ব্রিজ। ব্রিজটির অবস্থা ভাল না। স্বাস্থ্য পরীক্ষা করে ব্রিজটি ভেঙে ফেলার ব্যাপারে পরামর্শ দিয়েছিল উপদেষ্টা কমিটি। সেই পরামর্শ মেনে ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছে কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। আপাতত রাজ্যের অর্থ বিভাগের অনুমোদনের অপেক্ষায় রয়েছে তারা, তার পরই ভাঙা কাজের নির্দেশ দেওয়া হবে।
ভাঙার জন্য ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছিল। কেএমএডি-র আধিকারিক সূত্রে জানা গিয়েছে, যে সংস্থা বিবেকান্দ রোড ফ্লাইওভার ভেঙেছে তারাই চিৎপুর রেলওয়ে ওভার ব্রিজটি ভাঙবে। টেন্ডারের মাধ্যমে ইতিমধ্যেই সংস্থাটিকে নির্বাচন করা হয়ে গিয়েছে। রাজ্যের অর্থ দফতরের অনুমোদন পেলেই ভাঙার কাজ শুরু হবে। এ কাজের জন্য ৭ কোটি টাকা খরচ হতে পারে বলে কেএমডিএ সূত্রে জানা গিয়েছে।
গত বছরের সেপ্টেম্বর মাসে খোলা হয় পুনর্নিমিত টালা ব্রিজ। ব্রিজটি বন্ধ থাকাকালীন এই রেলেব্রিজের পর চাপ বাড়ে। গাড়ি চলাচলের জন্য লকগেটের সঙ্গে এই ব্রিজটিকেও ব্যবহার করা হচ্ছিল। ফলে রেলব্রিজটির অবস্থা আরও দূর্বল হয়ে পড়ে। তাই আর ফেলে রাখতে চাইছে না কেএমডিএ।