এমন সরস্বতী পুজো এর আগে বাংলায় কবে হয়েছে তা অনেকেই মনে করতে পারছেন না। কোথাও কলেজের ভেতরে হচ্ছে সরস্বতী পুজো, আর বাইরে পুলিশ পাহারা। কোথাও আবার দেখা গিয়েছে প্রাথমিক স্কুলের সরস্বতী পুজোয় যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয় তার জন্য় মোতায়েন করা হয়েছে পুলিশ। এনিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্য়ে তরজা কার্যত চরমে উঠেছে।
এদিকে এবার এই সরস্বতী পুজো নিয়ে তাঁর নিজের অভিজ্ঞতার কথা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী।
তিনি লিখেছেন, তৃণমূলের সাব্বির আলি, আলিমুদ্দিন মণ্ডলকে ধন্য়বাদ। হিন্দুরা অবশেষে জেগে উঠেছেন। ঐক্যবদ্ধতা ও ভ্রাতৃত্ববোধের অভাবে সম্প্রদায়ের বিরুদ্ধে যে হুঁশিয়ারি আসছিল সেটা বুঝতে পেরেছেন তাঁরা। এই প্রথম শ্রী শ্রী সরস্বতী পুজো আজ হয়েছে খেজুরি মক্তব প্রাইমারি স্কুলে( প্রতিষ্ঠা হয়েছিল ১৮৮৫ সালে)। এটা আমার জেলা পূর্ব মেদিনীপুরের খেজুরি ২ নম্বর ব্লকে রয়েছে। ১৪০ বছরের স্কুলের ইতিহাসে এটা প্রথমবার। এখানে সরস্বতী পুজো ও পূজো অর্চনা ও পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে। লিখেছেন শুভেন্দু।
শেষে তিনি লিখেছেন জাগো হিন্দু জাগো।