বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Patna meeting: পাটনা বৈঠকের পর TMC-র বিরুদ্ধে CPIM-এর অবস্থান কি বদল হল? স্পষ্ট করলেন সেলিম
পরবর্তী খবর
Patna meeting: পাটনা বৈঠকের পর TMC-র বিরুদ্ধে CPIM-এর অবস্থান কি বদল হল? স্পষ্ট করলেন সেলিম
2 মিনিটে পড়ুন Updated: 29 Jun 2023, 02:06 PM ISTChiranjib Paul
পটনায় মহা-বৈঠকের পর প্রশ্ন উঠেছে, যেখানে বিজেপির বিরুদ্ধে তৃণমূল-কংগ্রেস-সিপিএম, সেখানে রাজ্যের রণ কৌশল কী হবে? আগেই অবস্থান জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
কলকাতা প্রেস ক্লাবে সেলিম।
বিজেপির সঙ্গে তলায় তলায় জোট বেঁধেছে বাম-কংগ্রেস। পঞ্চায়েতের ভোটের প্রচারে এমনটাই বলেছে শাসকদল। খোদ তৃণমূল নেত্রী যাকে বলছেন 'মহাঘোঁট'। আবার বিজেপি বলছে, তৃণমূলের বিরুদ্ধে বাম-কংগ্রেসের লড়াই আসলে 'বন্ধুত্বপূর্ণ'। তারাই প্রকৃত বিরোধী হিসাবে লড়াই করছেন। বামেদের স্বাধীন পরিসর দিতে চায় না বলেই কেন্দ্র-রাজ্যের শাসকদল এই প্রচার কৌশল নিয়েছে। মানুষ আবার তাদের দিকে ফিরছেন বলেই এই 'অপপ্রচার', বলে মনে করেছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। পটনায় মহা-বৈঠকের পরও রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে তাঁদের লড়াই জারি থাকছে বলে প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে তিনি জানিয়েছেন।
পটনায় মহা-বৈঠকের পর প্রশ্ন উঠেছে, যেখানে বিজেপির বিরুদ্ধে তৃণমূল-কংগ্রেস-সিপিএম, সেখানে রাজ্যের রণ কৌশল কী হবে? আগেই অবস্থান জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেছেন,'কেন্দ্রে লড়াইয়ের কৌশল যাই হোক না কেন, রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে দল।' অন্য দিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি কোচবিহারের জনসভা থেকে বলেছেন, 'আমরা দিল্লিতে বিজেপির বিরুদ্ধে মহাজোট করব। আর এখানে সিপিএম-কংগ্রেস-বিজেপি মহাঘোঁট করছে। মহাঘোঁট আমরা ভেঙে দেব। দিল্লিতে মহাজোটই হবে।'
বুধবার কলকাতা প্রেস ক্লাব আয়োজিত 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে মহম্মদ সেলিম বলেন,'পাটনার বৈঠক দেখিয়ে এক দল প্রচার চালাচ্ছে, তৃণমূলের সঙ্গে বামেদের জোট হয়েছে। আর একদল রাম-বাম জোট বলে বিজেপির মিছিলে সিপিএমের পতাকা খুঁজে বেড়াচ্ছে। রাজনীতিদের কেউ স্বাধীন পরিসরই দিচ্ছে না বামেদের।'