বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Governor CV Ananda Bose: অসুস্থ রাজ্যপাল, দেখে এলেন মমতা, কী লিখলেন শুভেন্দু, কেমন আছেন বোস?
পরবর্তী খবর
আচমকাই অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রে খবর, সকালে তিনি রাজভবনে বুকে ব্যথা অনুভব করেন। এরপর খবর যায় এসএসকেএমে। পরে তাঁকে ভরতি করা হয় হাসপাতালে।
সূত্রের খবর, রাজ্যপালের হার্টে ব্লকেজ ধরা পড়েছে। তাঁকে প্রথমে ভর্তি করা হয়েছিল আলিপুরের কমান্ড হাসপাতালে। পরে তাঁকে বাইপাসের ধারের হাসপাতালে স্থানান্তরিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে এদিকে রাজ্যপাল অসুস্থ এই খবর পাওয়ার পরেই মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় শালবনি যাওয়ার পথে তাঁকে দেখতে যান।
মমতা বলেন, রাজ্যপালের শরীর খারাপ।তাঁকে দেখে এলাম।
রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে লিখেছেন, রাজ্যপাল সিভি আনন্দ বোসের শারীরিক অবস্থা নিয়ে অত্য়ন্ত উদ্বেগে রয়েছি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।