প্রায় ২৬ হাজার চাকরি বাতিল। ২০১৬ সালের গোটা প্যানেলটাই প্রায় বাতিল। কার্যত একেবারে দিশেহারা অবস্থা। এর দায় কার? এসএসসি ও রাজ্য় সরকার কেন সতর্ক হয়নি? কেন এত অযোগ্য় চলে গেল শিক্ষকদের তালিকায়? যোগ্য় হওয়া সত্ত্বেও যাদের চাকরি গিয়েছে তাঁরা এবার কী করবেন?
এবার মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সব মিলিয়ে ২৫,৭৫২জনের চাকরি গিয়েছে।
শিক্ষামন্ত্রী সংবাদমাধ্য়মে বলেন, এসএসসির দেওয়া তথ্য ও পরিসংখ্য়ানের ভিত্তিতেই তো বলা হচ্ছে। তাহলে আপনারা কেন বলছেন যোগ্য় ও অযোগ্য এসএসসি ভাগ করতে পারেনি তা নয়। হয়তো বলতে পারেন কোর্ট তাতে সন্তুষ্ট হচ্ছে না। যোগ্য আর অযোগ্যর একটা ভাগাভাগির প্রধান বিচারপতির রায়ের পরে আমরা বুঝতে পারছি। যারা যোগ্য ও বঞ্চিত তাদের প্রতি যাতে একটা একটা মানবিক দৃষ্টিভঙ্গি থাকে তার আবেদনও করছি। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, বঞ্চিত ও যোগ্যদের পাশে থাকবে রাজ্য় সরকার।
সেই সঙ্গেই তিনি জানিয়েছেন এসএসসি যা জানানোর তা জানিয়েছে।
এদিকে সব মিলিয়ে একেবারে দিশেহারা অবস্থা চাকরিহারাদের। কীভাবে কী করবেন তা কিছুতেই বুঝতে পারছেন না। বিকাশ ভবন অভিযানে নেমেছে শিক্ষক সংগঠনের সদস্য। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এই অভিযানে নেমেছে। পুলিশের বাধার মুখে পড়ে এই সংগঠন।