সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল হওয়ার পর থেকে যত দিন যাচ্ছে, 'যোগ্য' বনাম 'অযোগ্য'দের দাবি, পালটা দাবি আরও দানা বাঁধছে। ইতিমধ্যেই সিবিআই তাদের তদন্তে যোগ্য ও অযোগ্যদের নিয়ে কিছু তথ্য পেশ করেছে, তথ্য পেশ করা হয়েছে এসএসসি-র পক্ষ থেকেও। কিন্তু, অন্তিম পর্যায়ে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে যোগ্য ও অযোগ্যদের নির্দিষ্টভাবে আলাদা করা যায়নি। ফলত, এসএসসি-র ২০১৬ সালের প্রায় সম্পূর্ণ প্যানেলই বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত।সেই ঘটনার পর থেকেই কার্যত রাস্তায় রাস্তায় দিন কাটছে 'যোগ্য' চাকরিহারাদের। তৈরি করা হয়েছে 'যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী ২০১৬ ঐক্যমঞ্চ'। এই মঞ্চের সদস্যদের যুক্তি, তদন্তের কোনও পর্যায়েই তাঁদের নিয়োগ নিয়ে কোনও দুর্নীতি বা অনিয়মের অভিযোগ ওঠেনি। তাহলে কেন 'অযোগ্য'দের জন্য তাঁদের চাকরি যাবে?এদিকে, যাঁদের তদন্তের বিভিন্ন পর্যায়ে 'অযোগ্য' বলে অভিযোগ করা হয়েছে, যেমন - ফাঁকা উত্তরপত্র জমা দিয়ে কিংবা টাকার বিনিময়ে, অথবা ব়্যাঙ্ক জাম্প করে, এমনকী প্যানেল বহির্ভূতভাবে যাঁদের নিয়োগ করানো হয়েছে বলে দাবি, সেই 'অযোগ্য'রাই এবার নিজেদের 'যোগ্য' বলে দাবি করছেন। আজ (সোমবার - ১৪ এপ্রিল, ২০২৫) তাঁরাও প্রতিবাদের রাস্তায় নেমেছেন।অন্যদিকে, এদিনই দিল্লির উদ্দেশে বাসে চড়ে রওনা দিয়েছেন 'যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী ২০১৬ ঐক্যমঞ্চ'-এ ৬০ জন 'যোগ্য' চাকরিহারা। তাঁরা আগামী বুধবার দিল্লির যন্তরমন্তরে আয়োজিত হতে চলা ধর্নায় অংশ নেবেন। এই 'যোগ্য'রা এদিন দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করার আগে দাবি করেন, আজ যে 'অযোগ্য'রা প্রতিবাদে পথে নেমেছেন, তাঁদের সঙ্গে এই মঞ্চের সদস্যদের কোনও সাধারণ বিরোধ নেই। কিন্তু, আজ তাঁদের চাকরি চলে যাওয়ার মূল কারণ ওই 'অযোগ্য'রাই - যাঁরা অনিয়ম করে চাকরি পেয়েছিলেন এবং সেই ব্যক্তিরা যাঁরা ক্ষমতার অপব্যবহার করে টাকার বিনিমে এই 'অযোগ্য'দের চাকরি দিয়েছিলেন। 'যোগ্য'দের বক্তব্য, 'অযোগ্য' চাকরিপ্রাপক ও তাঁদের হোতাদের আড়াল করার জন্যই আজ 'যোগ্য'দের এভাবে নাজেহাল হতে হচ্ছে!প্রসঙ্গত, আগামী বুধবার দিল্লির ধরনায় মোট ৭০ জন অংশ নেবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই রবিবার রাতে কয়েকজন 'যোগ্য' চাকরিহারা ট্রেনে দিল্লি রওনা দিয়েছেন। অন্যদিকে, মঙ্গলবার আরও কয়েকজন 'যোগ্য' চাকরিহারা দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করবেন ট্রেনে। জানা গিয়েছে, খরচের বিষয়টি মাথায় রেখেই এভাবে বাসে ও ট্রেনে ভাগাভাগি করে দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন 'যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী ২০১৬ ঐক্যমঞ্চ'-এর সদস্যরা।