বিতর্ক সত্ত্বেও এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই আবহে বিসিসিআই তাদে দল পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। ইতিমধ্যেই প্রতিযোগিতায় একটি ম্যাচ খেলে ফেলেছে ভারত। আজ সূর্যকুমার যাদব, শুভমন গিলদের পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার পালা। এই আবহে কংগ্রেস, শিবসেনা (ইউবিটি), আম আদমি পার্টি, এআইএমআইএম সহ প্রায় সব বিরোধী দল প্রশ্ন তুলছে এই ম্যাচ নিয়ে। বিজেপির দিকে আঙুল তুলে তাদের প্রশ্ন, অপারেশন সিঁদুর যদি শেষ না হয়ে গিয়ে থাকে, তাহলে কেন পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামব আমরা? এই বিতর্কের আবহে এবার ম্যাচ আয়োজনের পক্ষে সওয়াল করে পালটা বিরোধীদের তোপ দাগলেন দিলীপ ঘোষ। প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি বলেন, 'ম্যাচ তো আগেও হত, তাহলে এখন এত বিতর্ক কেন?' (আরও পড়ুন: ভারত-পাক ম্যাচ নিয়ে তপ্ত রাজনীতি, চাপ বিজেপির ওপর, আরও তীব্র বয়কটের ডাক)