কাশ্মীরের পহেলগাঁওয়ের জঙ্গিহানায় শোকস্তব্ধ গোটা দেশ। নিরপরাধ, নিরীহ, স্রেফ বেড়াতে যাওয়া, পরিবারকে সঙ্গে নিয়ে একটু আনন্দ করতে যাওয়া পর্যটকদের যেভাবে বেছে বেছে খুন করেছে নরপিশাচ জঙ্গিবাহিনী, তা সারা দেশের মানুষকে স্তম্ভিত করে দিয়েছে! এই নারকীয় ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পৈশাচিক এই হামলায় প্রাণ গিয়েছে বাংলার তিন বাসিন্দারও।
বাংলার রাজনীতিকরা কাপুরুষোচিত এই আক্রমণকে তীব্র ধিক্কার যেমন জানিয়েছেন, তেমনই কিছু প্রশ্নও তুলেছেন। তাঁরা প্রশ্ন তুলেছেন জম্মু ও কাশ্মীরের সাধারণ নিরাপত্তা নিয়ে। তাঁরা প্রশ্ন তুলেছেন জম্মু ও কাশ্মীরকে নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের এত দিনের নানাবিধ দাবি ও তার বাস্তবায়নে ব্যর্থতা নিয়ে।
দেবাংশু ভট্টাচার্য:
আজ (বুধবার - ২৩ এপ্রিল, ২০২৫) সকালে পহেলগাঁও হামলা নিয়ে নিজের এক্স প্রোফাইলে একটি ছোট্ট পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য। সেই এক্স পোস্টে রয়েছে - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুরোনো ভাষণের একটি ছোট্ট অংশ। যার দৈর্ঘ্য মাত্র ১৮ সেকেন্ড।
সেই ভিডিয়ো ক্লিপিংয়ে মোদীকে বলতে শোনা যাচ্ছে, 'আপনারা আমাকে বলুন, যখন থেকে জম্মু-কাশ্মীরের উপর থেকে ৩৭০ (ধারা) তুলে নেওয়া হয়েছে, আপনারা আমাকে বলুন, সেখানে সন্ত্রাসবাদীদের কোমর ভেঙেছে না ভাঙেনি?'
মোদীর এই ভিডিয়ো পোস্ট করে দেবাংশু ক্যাপশনে লিখেছেন - 'সত্যিই ওদের কোমর ভেঙে গিয়েছে মোদীজি'!
অভিষেক বন্দ্যোপাধ্য়ায়:
পহেলগাঁও হামলার পর, ঘটনার তীব্র নিন্দা করার পাশাপাশি সরাসরি মোদী সরকারকে প্রশ্নবাণে বিদ্ধ করেছেন বাংলার আরও এক তরুণ রাজনীতিক তথা সাংসদ, সেইসঙ্গে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার (২২ এপ্রিল, ২০২৫) তিনি তাঁর এক্স পোস্টে লিখেছেন, 'আজ জম্মু ও কাশ্মীরে যে সন্ত্রাসবাদী হামলা চালানো হয়েছে, তা শুধুমাত্র দুর্ভাগ্যজনক ও ভয়াবহ নয়। বরং, এই হামলা ভারত সরকারের জন্য একটি স্পষ্ট বার্তা।
এই হল সেই সরকার, যারা দাবি করেছিল, নোটবন্দি করার ফলে তা কালো টাকার কারবার এবং সন্ত্রাসবাদে আর্থিক মদত রুখে দেবে। এবং এরাই দাবি করেছিল, ৩৭০ ধারার অবলুপ্তি উপত্যকায় দীর্ঘ শান্তি ফিরিয়ে আনবে। কিন্তু, আজকের এই হামলা বুঝিয়ে দিল এইসব প্রতিশ্রুতি, নীতি এবং প্রচার আদতে কতটা ব্যর্থ।
এই ট্র্যাজিক হামলায় যাঁরা প্রাণ বিসর্জন দিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই। আমি প্রার্থনা করছি, ঈশ্বর যেন তাঁদের এই কঠিন সময় শক্তি ও শান্তি দেন। যাঁরা এই ঘটনায় আহত হয়েছেন, তাঁরা দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুন, সেই প্রার্থনা করি।'
মমতা বন্দ্যোপাধ্য়ায়:
আগেই এই হামলার নিন্দা করে ও প্রতিবাদ জানিয়ে সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। পরে তিনি জানান, হামলায় নিহত বিতান অধিকারীর পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর কথা হয়েছে।
এছাড়াও মঙ্গলবারের নারকীয় হত্যালীলার প্রতিবাদ করে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন সাংসদ অধীররঞ্জন চৌধুরী, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র প্রমুখ।