বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > রবিবার থেকে নিখোঁজ, সোম সকালে ইডেন থেকে উদ্ধার CAB কর্মীর ছেলের দেহ, আত্মহত্যা?
পরবর্তী খবর
রবিবার থেকে নিখোঁজ, সোম সকালে ইডেন থেকে উদ্ধার CAB কর্মীর ছেলের দেহ, আত্মহত্যা?
1 মিনিটে পড়ুন Updated: 18 Dec 2023, 11:17 AM ISTMD Aslam Hossain
ধনঞ্জয়ের কাকা এবং বাবা গণেশচন্দ্র বারিক দুজনেই সিএবির স্টাফ। তারা ইডেন গার্ডেন্সে গ্রাউন্ড স্টাফ হিসেবে কাজ করেন। ধনঞ্জয় ওড়িশার ভদ্রকের বাসিন্দা। গত কয়েকদিন ধরে বাবা এবং কাকার সঙ্গে ইডেন গার্ডেন্সের স্টাফ কোয়ার্টারে থাকছিলেন ওই যুবক।
কাজের জন্য আসেন CAB-তে, ইডেন থেকে উদ্ধার দেহ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
সাতসকালে ইডেন গার্ডেন্সের ভিতর থেকে এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা। আত্মঘাতী যুবকের নাম ধনঞ্জয় বারিক (২১)। সোমবার সকাল ৭টা নাগাদ ইডেনের গ্যালারিতে ওই যুবকের দেহ দেখতে পান অন্যান্য কর্মীরা। তারাই পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধনঞ্জয়ের কাকা এবং বাবা গণেশচন্দ্র বারিক দুজনেই সিএবির স্টাফ। তারা ইডেন গার্ডেন্সে গ্রাউন্ড স্টাফ হিসেবে কাজ করেন। ধনঞ্জয় ওড়িশার ভদ্রকের বাসিন্দা। গত কয়েকদিন ধরে বাবা এবং কাকার সঙ্গে ইডেন গার্ডেন্সের স্টাফ কোয়ার্টারে থাকছিলেন ওই যুবক। পুলিশ পরিবারের সদস্যদের কাছ থেকে জানতে পেরেছে, মূলত কাজের সন্ধানেই বাবার কাছে এসেছিলেন ওই যুবক। তাঁকে ইডেন গার্ডেন্সে গ্রাউন্ড স্টাফের কাজ দেওয়ার জন্য তাঁর বাবা কলকাতায় ডেকেছিলেন। কিন্তু, কাজ মেলেনি। সেই কারণে মানসিক অবসাদে ভুগছিলেন ওই যুবক। তার জেরেই ওই যুবক আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের অনুমান। তাঁর আত্মহত্যা কারণ হিসেবে মানসিক অবসাদের কথাই জানিয়েছেন পরিবারের সদস্যরা।
জানা যাচ্ছে, গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন ওই যুবক। তাকে বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করেন তাঁর বাবা এবং কাকা। কিন্তু না পেয়ে শেষে ময়দান থানায় নিখোঁজ ডায়েরি করেন। অবশেষে আজ সকালে ইডেন গার্ডেন্সের কে ব্লকের উপরে তাঁর দেহ দেখতে পান অন্য এক কর্মী। তড়িঘড়ি তাঁকে সেখান থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে ময়দান থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়।