বাংলাদেশে হিন্দুদের ওপর চরমপন্থী মুসলিমদের হামলা প্রসঙ্গে তৃণমূলকে ঘুরিয়ে কাঠগড়ায় তুললেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। এই ইস্যুতে তৃণমূলের নীরবতাকেও কটাক্ষ করেছেন তিনি। এদিন সুজনবাবু মনে করান, তৃণমূল সাংসদের মাধ্যমে সারদার টাকা বাংলাদেশে উগ্রপন্থীদের হাতে পৌঁছেছে।মঙ্গলবার প্রায় ১ সপ্তাহ পরে বাংলাদেশে হিন্দুবিরোধী হিংসা নিয়ে মুখ খুলে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘এটা বিদেশনীতির বিষয়। বাংলাদেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। কিন্তু সিপিএম কেন কিছু বলছে না সেব্যাপারে আমরা নজর রাখছি।’এর পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে আক্রমণ করেন সুজনবাবু। তিনি বলেন, ‘রাজ্যের শাসকদল এমন লোককে সাংসদ করে পুরষ্কৃত করেছে যার মাধ্যমে সারদার টাকা বাংলাদেশের জঙ্গিদের কাছে পৌঁছেছে।’ ২০১৪ সালে বাংলাদেশের একটি গোয়েন্দা রিপোর্টের কথা উল্লেখ করে সুজনবাবু বলেন, সেই রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে যে বাংলাদেশে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরিতে সারদার টাকা ব্যবহার করা হয়েছে। এমনকী এব্যাপারে ভারত সরকারের কাছে বাংলাদেশের বিদেশ মন্ত্রক অভিযোগও জানিয়েছিল। অভিযোগ রাজ্যসভায় তৃণমূল সাংসদ ইমরানের মাধ্যমে বাংলাদেশে পৌঁছেছিল সেই টাকা। সঙ্গে এব্যাপারে বিজেপি সস্তার রাজনীতি করছে বলেও অভিযোগ করেছেন সুজন।