এখনও পর্যন্ত প্রায় যতগুলি সংবাদমাধ্যম ও সংস্থা তাদের জনমত সমীক্ষা প্রকাশ করেছে, তার মধ্যে প্রতিটিতেই বামেদের 'শূন্য' দেখানো হয়েছে। তবে এবার ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইন্সটিটিউটের কয়েক জন অধ্যাপকের সমীক্ষায় দেখা গেল, বামেরা এবার লোকসভা ভোটে বাংলা থেকে জিততে পারে ৩টি আসন।