তেহট্টের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের নেতা তাপস সাহা ফের সংবাদের শিরোনামে। আজ (বুধবার - ১৪ মে, ২০২৫) সংবাদমাধ্যম এবং একইসঙ্গে সমাজমাধ্যমে উঠে এল তাপসের নাম।
সংবাদমাধ্যমে উঠে আসা তথ্য বলছে, নদিয়া জেলার তেহট্টের এই বিধায়ককে নাকি কোনও এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলীয় সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যমে জানানো হয়েছে, বিধায়কের মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই তাঁকে তড়িঘড়ি কলকাতায় বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এই খবর যখন সংবাদমাধ্যমে সামনে এল, সেই প্রেক্ষাপটে বিজেপি যুব মোর্চার নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির একটি দীর্ঘ এক্স পোস্টও সকলের নজর কাড়ছে। সেই পোস্টে বেশ কিছু তথ্য তুলে ধরেছেন তরুণজ্যোতি।
তিনি প্রথমেই মনে করিয়ে দিয়েছেন, তাপস সাহা হলেন সেই ব্যক্তিদের অন্যতম, যাঁদের বিরুদ্ধে রাজ্যে নিয়োগ দুর্নীতি অভিযোগ উঠেছে। তরুণজ্যোতি পাঠক ও নেট নাগরিকদের উদ্দেশে লিখেছেন, আপনারা জানেন যে প্রায় দেড় বছর আগে আমার করা একটা মামলার ভিত্তিতে এই তাপস সাহার বিরুদ্ধে CBI তদন্ত শুরু হয়। পশ্চিমবঙ্গ পুলিশের ACB তদন্ত করছিল এবং অনেক প্রমাণ জোগাড় করার পরও কোনও পদক্ষেপ তারা করেনি।
তরুণজ্যোতির অভিযোগ, কলকাতা হাইকোর্ট তাপস সাহার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর তাপস সেই রায়ের বিরোধিতা না করলেও রাজ্য পুলিশের এসিবি-র পক্ষ থেকে সেই রায় চ্য়ালেঞ্জ করা হয়েছিল।
তরুণজ্যোতি আরও দাবি করেছেন, 'গত সপ্তাহে মামলাটা কলকাতা হাইকোর্টের ছিল এবং কলকাতা হাইকোর্টে CBI জানায় যে তাপস সাহার বিরুদ্ধে তাদের তদন্ত হয়ে গেছে এবং তারা নিয়ম অনুযায়ী পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমানবাবুর কাছে sanction চেয়েছেন চার্জশিট ফাইল করার জন্য। বিমানবাবু সেটা দেননি। যাই হোক, গত সপ্তাহের সেই ঘটনার পর তড়িঘড়ি SANCTION দিয়ে দেন বিমানবাবু।'
এরপরই নিজের পোস্টে কার্যত বোমা ফাটিয়েছেন তরুণজ্যোতি। তাঁর দাবি, সিবিআই নাকি কলকাতা হাইকোর্টকে জানিয়েছে, 'WBACB আজ পর্যন্ত কেস ডায়েরি এবং প্রয়োজনীয় নথি যেগুলো তারা বাজেয়াপ্ত করেছিল, সেগুলো CBI-কে দেয়নি!'
তরুণজ্যোতির সংশ্লিষ্ট এক্স পোস্ট থেকেই জানা গিয়েছে, এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২০ মে (২০২৫)। ওই এসিবি-কে আদালতের কাছে জানাতে হবে, কেন তারা সিবিআই-কে মামলা সংক্রান্ত নথি ও কাগজপত্র এখনও পর্যন্ত দেয়নি।