আমির খানের ছবি ‘সিতারে জমিন পর’-এর ট্রেলার সম্প্রতি মুক্তি পেয়েছে। আর আমিরের এই ছবির ট্রেলার দেখার পর থেকেই ‘সিতারে জমিন পর’ নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। নেটিজেনদের মতে ছবিটি নাকি ‘চ্যাম্পিয়ন্স’-এর ‘ফ্রেম-বাই-ফ্রেম’ কপি! এই ‘চ্যাম্পিয়ন্স' হল একটি স্প্যানিশ ছবি ‘ক্যাম্পিওনস’-এর ইংরেজি রিমেক।
জিও হটস্টারে ‘চ্যাম্পিয়নস’ দেখা যাবে। এই ছবিতে, একজন অপমানিত কোচ বিশেষ ভাবে সক্ষম ক্রীড়াবিদদের একটি দল গড়ে তাঁদের দারুন দক্ষতা প্রকাশ্যে আনে। এতে শুধু সেই শিশুগুলির নয়, পাশাপাশি তার নিজের জীবনেও অনেক বদলে আসে।' আর ‘সিতারে জমিন পর’-এর ট্রেলারেও এমনই এক গল্পের ইঙ্গিত দিচ্ছে। তা দেখেই নেটিজেনরা রেডিটে একটাকে ফ্রেম-বাই-ফ্রেম কপি বলে তুলনা করে একটি পোস্ট করেছেন।
আরও পড়ুন: ভারত-পাক অশান্তির জেরে 'কান'-এ ‘না’ আলিয়ার? প্রকাশ্যে আসল সত্যি
একজন মন্তব্য করেছেন, ‘ফরেস্ট গাম্পের ব্যর্থতার পর, ওঁর রিমেক বা অনুকরণ থেকে দূরে থাকা উচিত ছিল।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘ভাগ্যক্রমে, চ্যাম্পিয়ন্স ফরেস্ট গাম্পের চেয়ে কম জনপ্রিয়, তাই খুব কম লোকই হয়তো বুঝতে পেরেছেন। কিন্তু তবুও এটা উচিত না।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘ছবির ফ্রেম টু ফ্রেম নকল করার ক্ষেত্রে নির্মাতারা পারফেকশনিস্ট।’ একজন মন্তব্য করেছেন, ‘এমনকী টিউবলাইট পড়ে যাওয়ার দৃশ্যটাও এক, প্রায় প্রতিটাই এক রকম রেখেছে। আমি ভেবে ছিলাম মামা এতে কিছুটা পরিবর্তন আনবেন, কিন্তু এটা তো ফ্রেম-টু-ফ্রেম রিমেক। গল্প ৯৯ শতাংশ একই রকম রেখেছে।’
তবে আমির খান প্রোডাকশন দ্বারা প্রযোজিত এই সিনেমার ফাস্ট লুক দেখে আবার অনেক দর্শক কিছুটা চমকেও গিয়েছেন। ছবিতে আমির খানের সঙ্গে ১০ জন নবাগত অভিনেতাদের দেখতে পাওয়া গিয়েছিল যাদের মধ্যে রয়েছেন, আরুশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনসালি, আশিস পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরন মঙ্গেশকর।
উল্লেখ্য, এই সিনেমায় আমির খানের চরিত্র একেবারে অন্যরকম। একজন বাস্কেটবল কোচের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তবে আগের পর্বে যেমন মানুষ শুধুই কেঁদেছে, এই পর্ব মানুষকে হাসাবেও। ১৮ বছর পর আমির খানের সঙ্গে ফের স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে দর্শিল সাফারিকে। আপাতত ছবি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দর্শকরা।