নিউটাউন এলাকায় ২৫ একর জমিতে ইন্টারন্যাশানাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেইনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক তৈরি হবে। ঘোষণা করলেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ইকো পার্ক, নিকো পার্ক নয়, এবার আইটেক পার্ক।
পিপিপি মডেলে হবে এই পার্ক। এনিয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি। মমতা বলেন, ‘এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিও বড় ইন্ডাস্ট্রি। সমস্ত এক্সিবিশন, ইনফ্রাস্ট্রাকচার করা হয়েছে এখানে। কাজেই এটা একটা আন্তর্জাতিক মানের পার্ক হলে এটার নাম দিচ্ছি ইংরেজিতে ইন্টারন্যাশানাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেইনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক। শর্টে বলব IITEC। আইটেক। এখানে আন্তর্জাতিক মানের অনেক কালচারাল ইভেন্ট করতে ওয়ার্ল্ডের বিভিন্ন নায়ক নায়িকারা আসেন। সারা পৃথিবীর। সারা দেশেরও আসেন। এতে আমাদের প্রচুর প্রোগ্রাম হবে। এটা একটা ট্যুরিজম থেকে শুরু করে এনটারটেইনমেন্ট থেকে শুরু করে ইনফরমেশন থেকে শুরু করে ইনোভেশন থেকে শুরু করে এই জায়গায়…জমিটা আমরা দিয়ে দিচ্ছি। ২৫ একর জমি। এখন টেন্ডার সহ যা যা করার হবে। বাংলায় নামটা হবে বিশ্ব অঙ্গন। কী মুখে হাসি নেই!’ বললেন মমতা।
এরপর তিনি বলেন, ‘আপনারাও প্রোগ্রাম করতে যাবেন কভার করতে যাবেন। শুধু নেগেটিভ খবর দেখলে মানুষ দেখে। এই সব বড় বড় আন্তর্জাতিক মানের প্রোগ্রাম দেখতে মানুষ ভালোবাসে। অনেকেরই এমন একটা ডিমান্ড ছিল। কিন্তু একলপ্তে এতটা জমি কলকাতার কাছে ২৫ একর জমি পাওয়া এত কিছু করার পরে সেটা একটা ম্যাটার। বিজিবিএসের পর থেকেই এটা আমরা খুঁজছিলাম। আজকে আমরা সফল হয়েছি। জমিটা ক্লিয়ার করে দিয়েছি। টেন্ডারে যাব, বা যা করার হবে। ’
মমতা বলেন, ‘ইংরেজিতে সর্টে নাম হচ্ছে আইটেক। ডবল আই, ইন্টারন্য়াশানাল , ইনফরমেশন। আইটেক পার্ক। বাংলায় নাম হবে বিশ্ব অঙ্গন’ বললেন মমতা।
নতুন করে সাজানো হচ্ছে নিউটাউনকে। একেবারে সাজানো গোছানো ব্যাপার। নতুন করে গাছ বসানো হচ্ছে। এবার তার সঙ্গে যুক্ত হল আইটেক। প্রায় ২৫ একর জায়গার উপর গড়ে উঠবে এই বিশাল প্রকল্প। মূলত বোঝা যাচ্ছে এখানে বিনোদনের ব্যবস্থা থাকবে। সেই সঙ্গে দেশ বিদেশের নানা শিল্পীদের প্রোগ্রাম হতে পারে। তবে এটার গঠন কেমন হবে সেটা বিস্তারিতভাবে কিছু জানা যায়নি। তবে গোটাটাই যে আন্তর্জাতিক মানের হবে সেই ইঙ্গিত মিলেছে।
ইন্টারন্যাশানাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেইনমেন্ট অ্যান্ড কালচারাল, এতগুলি বিষয়কে এক ছাতার তলায় নিয়ে আসা হচ্ছে। বাংলায় বলা হচ্ছে বিশ্ব অঙ্গন।