সম্প্রতি ঋতাভরী চক্রবর্তীর মা শতরূপা সান্যাল রত্নগর্ভা পুরস্কার পেয়েছেন। আর সেই পুরস্কার তাঁর হাতে তুলে দিয়েছেন তাঁর মেয়ে ঋতাভরী। আর সেই দিনের পরই একটি বিশেষ জীবনবোধ যা তিনি উপলব্ধি করেছেন সেটাই সকলের সঙ্গে ভাগ করে নিলেন। জানালেন তাঁর সেই বিশেষ অনুষ্ঠানে সাজের নেপথ্যে থাকা ভাবনার কথাও।
আরও পড়ুন: অনির্বাণের সঙ্গে আর কোনও কাজ নয়! কেন অভিনেতাকে বয়কটের ডাক দিলেন টেকনিশিয়ানরা?
আরও পড়ুন: সমকামী পুরুষকে বিয়ে করার বিধান নীনাকে! কোন ‘ভুল’ ঢাকতে এমন 'বুদ্ধি' দেওয়া হয় অভিনেত্রীকে?
কী ঘটেছে?
শহরের এই বিশেষ অনুষ্ঠানে ঋতাভরী চক্রবর্তীকে দেখা যায় কমলা ব্লাউজ এবং গোলাপি, হলুদ, কমলা রঙের মিশ্রণে থাকা শাড়িতে। হাউজ অব মাসাবা থেকে শাড়িটি কিনেছেন বলেই জানিয়েছেন ঋতাভরী। এই অনুষ্ঠানে তাঁর এই সাজের বেশ কিছু ভাগ করে অভিনেত্রী লেখেন, 'আমি জীবনের সেই জায়গায় পৌঁছে গিয়েছে যেখানে আর কাউকে ইমপ্রেস করতে চাই না। বরং ভিতর থেকে শান্তি অনুভব করা আমার এখন বেশি পছন্দের বিষয়, আমার কাছে এটাই বেশি প্রাধান্য পাচ্ছে। আমি এখন পাত্তা দিই না যে ফ্যাশন ট্রেন্ড কী, কী চলছে আর কী চলছে না।'
আরও পড়ুন: স্বস্তিকা নন, রাজনন্দিনীকে টক্কর দিতে জি বাংলায় 'রাণী ভবানী' হয়ে আসছেন এই জনপ্রিয় অভিনেত্রী?
এরপরই ঋতাভরী জানান তাঁর এদিনের সাজের নেপথ্যে ছিলেন তাঁর দিদিমা। তাঁর থেকেই অনুপ্রাণিত হয়ে এমনটা সেজেছিলেন। সেই বিষয় উল্লেখ করে লেখেন, 'এই ভাবে চুল আঁচড়ানো, মুক্তোর গয়না, ব্লাউজ... কোনও বিশেষ অনুষ্ঠানে আমার দিদিমা এভাবেই সাজতেন। আমি ওঁকে দেখে ভাবতাম কী স্নিগ্ধ, সুন্দর লাগছে। আমার মাকে পুরস্কার দিতে আমি দিদিমার লুকের থেকে অনুপ্রাণিত হয়ে সেজে যাওয়ার বদলে অন্য কিছু ভাবতেই পারিনি।'
প্রসঙ্গত কিছুদিন আগে প্রিয় বন্ধু তথা প্রেমিক সুমিত আরোরার সঙ্গে বাগদান সেরেছেন ঋতাভরী চক্রবর্তী। তাঁদের আংটি বদলের ছবিও প্রকাশ্যে এনেছিলেন তিনি। ঋতাভরী চক্রবর্তীকে দর্শকরা শেষবার উইন্ডোজ প্রোডাকশন হাউজের ছবি বহুরূপীতে দেখেছেন। ২০২৪ সালের পুজোর সময় মুক্তি পেয়েছিল সেই ছবি।
আরও পড়ুন: দুগ্গামনি ও বাঘমামার পর এবার থামছে 'চিরদিনই তুমি যে আমার'-এর সফর? কী জানালেন দিতিপ্রিয়া?