করোনা মোকাবিলায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ঘোষণা করা প্যাকেজকে ‘বিগ জিরো’ বলে মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তাঁর দাবি, এই প্যাকেজে রাজ্যগুলির জন্য কোনও বরাদ্দ নেই। দীর্ঘদিন ধরে কেন্দ্রের প্রতি আর্থিক বঞ্চনার অভিযোগ করে আসছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারও নবান্নে সাংবাদিক সম্মেলনে সেই অভিযোগ করেছেন তিনি। এদিন কেন্দ্রের আর্থিক প্যাকেজের সমালোচনা করে মমতা বলেন, ‘করোনা পরিস্থিতির মধ্যে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের ঘোষণা করা বিশেষ আর্থিক প্যাকেজ আসলে বিগ জিরো। মানুষের চোখে ধুলো দিতে এই প্যাকেজ ঘোষণা করা হয়েছে। অসংগঠিত ক্ষেত্রের জন্য এই প্যাকেজে কিচ্ছু নেই। বরাদ্দ নেই জনকল্যাণ ও কর্মসংস্থান তৈরিতেও।‘মুখ্যমন্ত্রী বলেন, ‘গতকাল প্রধানমন্ত্রী ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের কথা বলেছিলেন। তখন ভেবেছিলাম রাজ্যগুলির স্বার্থ রক্ষিত হবে। FRMB আইনের অধীনে ছাড়ের মাত্রা বাড়বে। কিন্তু আজ অর্থমন্ত্রীর ঘোষণার পর বুঝলাম প্রধানমন্ত্রী কাল যা বলেছিলেন তার পুরোটাই ভাঁওতা।’সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ধার না ধেরে রাজ্যের ওপর নিজেদের মত চাপিয়ে দিচ্ছে কেন্দ্র।’বলে রাখি, গতকালই রাজ্য সরকারকে বকেয়া ৪১৭ কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্য থেকে আদায় করা বিভিন্ন করের অংশবাবদ এই টাকা প্রাপ্য ছিল রাজ্য সরকারের। যার ফলে করোনা পরিস্থিতি শুরুর পর থেকে রাজ্যকে প্রায় ২,৫০০ কোটি টাকা দিল কেন্দ্র। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এখনো ৫০,০০০ কোটি টাকার বেশি পাওনা রয়েছে কেন্দ্রের কাছে।