বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Group D Recruitment Scam: হাই কোর্টের নির্দেশে SSC-র প্রাক্তন উপদেষ্টাকে রাত আড়াইটে পর্যন্ত জেরা CBI-এর
পরবর্তী খবর
গ্রুপ ডি নিয়োগের দুর্নীতির তদন্তে নেমে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদ করলেন সিবিআইয়ের তদন্তকারীরা। প্রথমে সার্ভে পার্ক থানা এলাকায় শান্তিপ্রসাদবাবুর বাড়িতে গিয়েছিলেন তদন্তকারীরা। সেখানে শক্তিপ্রসাদবাবু ছিলেন না। পরে নিজের আইনজীবীকে নিয়ে নিজেই নিজাম প্যালেসে পৌঁছান শক্তিপ্রসাদবাবু। রাত ১১টা ১৫ মিনিট নাগাদ নিজাম প্যালেসে ঢোকেন তিনি। গভীর রাত ২টো ২৫ মিনিটে সিবিআই দফতর থেকে বেরিয়ে আসেন তিনি। তবে তাঁকে কি নিয়ে জিজ্ঞাসবাদ করা হয়েছে, তা জানতে চাওয়া হলে তিনি প্রশ্ন এড়িয়ে যান।