
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ভয়াবহ আগুনে দাউ দাউ করে জ্বলে উঠল গাড়ি। ঘটনাটি ঘটেছে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল ছড়ায়। গাড়িটি কলকাতার গিরিশ পার্ক থেকে হাওড়ার দিকে যাচ্ছিল। সেই সময় তাতে আগুন ধরে যায়। টোল প্লাজার ১৮ নম্বর কাউন্টারের কাছে আগুন লেগে যায় গাড়িতে। দাউ দাউ করে চার চাকা সুইফট গাড়িটি জ্বলতে থাকে। গাড়িতে দুজন আরোহী ছিলেন তারা নিরাপদে রয়েছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গাড়িতে যান্ত্রিক ত্রুটির কারণেই আগুন লেগেছে। ঘটনার জোরে সেখানে যানজট দেখা দেয়।
আরও পড়ুন: চলন্ত ফলকনুমা এক্সপ্রেসে দাউদাউ করে আগুন, পুড়ল ৩টি কোচ- দেখুন ভয়ংকর ভিডিয়ো
জানা গিয়েছে, আগুনের ফুলকি দেখতে পেয়েই দুই আরোহী গাড়ি থেকে নেমে পড়েন। গাড়ির আগুন জল দিয়ে নেভানোর চেষ্টা করেন প্লাজার কর্মীরা। কিন্তু তাদের কাছে আগুন নেভানোর পর্যাপ্ত জল বা সামগ্রী ছিল না। ফলে আগুন গোটা গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকল এবং পুলিশে। পরে খবর পেয়ে সেখানে পৌঁছ দমকল ইঞ্জিন। তবে ততক্ষণে গাড়ির অধিকাংশ পুড়ে যায়। গোটা গাড়িটাই আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। দমকলের স্টেশন অফিসার সন্দীপ চক্রবর্তী জানান, ‘আগুন লাগার খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন এনে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। গাড়ির বেশিভাগ অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ আহত হয়নি। শর্ট সার্কিট থেকে গাড়িতে আগুন লেগেছে। এটি একটি ব্যক্তিগত গাড়ি ছিল। গাড়িতে যারা ছিল তারা আগুন লাগার পরেই নেমে যান।’
গাড়ির মালিক প্রিয়ম শর্মা জানান, তিনি গিরিশ পার্ক থেকে হাওড়ায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। তার সঙ্গে তার স্ত্রী ছিলেন। টোল প্লাজায় আসার পরে তাদের গাড়ি থেকে ধোঁয়া বের হতে শুরু করে। তখন আতঙ্কে তারা দুজনে গাড়ি থেকে নেমে পড়েন। সেই সঙ্গে গাড়িতে যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলি তারা দ্রুততার সঙ্গে বাইরে বের করেন। তবে গাড়ির পেছনে থাকা সুটকেস তারা বাইরে বের করতে পারেননি। তিনি বলেন, ‘পিছনে তাকাতেই দেখি গাড়ির সামনের দিকে আগুন জ্বলছে। এরপর টোল প্লাজার লোকজন দমকলে খবর দেন। তবে দমকল আসার আগে গোটা গাড়িতে আগুন ধরে যায়। এমন ঘটনার জেরে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। টোল প্লাজার কর্মীরাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’ এই ঘটনার জেরে ওই রাস্তায় বেশ কিছুক্ষণ যানজট দেখা দেয়। পরে গাড়িটি সরিয়ে নিয়ে যাওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports