
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
দুর্গাপুজোকে সংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে ইউনেসকো। সেই স্বীকৃতিকে স্মরণীয় করে রাখতে বিশেষ কয়েন প্রকাশ করল কলকাতা টাকশাল (মিন্ট)। দুর্গা এবং তাঁর সন্তানদের মুর্তি এমব্লেম করা করা কয়েনটি কিনতে পার যাবে।
২০২১ সালের ডিসেম্বরে দুর্গাপুজোকে স্বীকৃতি দেয় ইউনেসকো। রাজ্য সরকারের পক্ষ থেকে এই স্বীকৃতিকে উদযাপন করা হয়। সংবর্ধনা দেওয়া হয় ইউনেসকোর প্রতিনিধিদের। এবার কলকাতা টাকশালের পক্ষ থেকে কয়েন প্রকাশ করে সেই স্বীকৃতিকে স্মরণীয় করে রাখল।
জানা গিয়েছে, ষষ্ঠীর দুদিন আগে এই কয়েনটি কলকাতা মিন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়। আম জনতাও চাইলে এই কয়েনটি কিনতে পারবেন। এর দাম পড়বে এক হাজার ২৩৫টাকা। ইতিমধ্যে কয়েকটি কিনতে আগ্রহেরও ঢল নেমেছে। কলকাতা মিন্টের ওয়েব সাইটে গিয়ে এই কয়েনটি কেনা যাবে। কিন্তু প্রকাশ হওয়ার কয়েকদিনের মধ্যেই কয়েনটি 'আউট অফ স্টক ' হয়ে গিয়েছে।
(পড়তে পারেন। কার্ড নেই? তাও কি কলকাতায় দুর্গাপুজোর কার্নিভালে ঢুকতে পারবেন? জানিয়ে দিলেন মমতা)
টম্বক ব্রোঞ্জে (তামার পরিমাণ বেশি থাকে) তৈরি এই কয়েনটির ওজন ১০০ গ্রাম। কয়েনের ব্যাস ৬০ মিলিমিটার।
ফোরাম ফর দুর্গোৎসবের সাধারণ সম্পাদক শাশ্বত বোস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই কয়েনের বিষয়ে কিছু জানানো হয়নি তাঁদের। তাঁরা সংবাদমাধ্যমে শুনেছেন এই কয়েনের বিষয়ে।
তবে এই প্রথম নয়, এর আগে একাধিক বিষয়কে স্মরণীয় করে রাখতে কয়েন প্রকাশ করেছে মিন্ট। সেই কয়েন মিন্টের ওয়েব সাইটে কিনতে পাওয়া যায়। তবে দুর্গোৎসবে কয়েন প্রকাশের পর যেভাবে বিক্রি গিয়েছে তা কার্যত নজির বিহীন বলে মনে করছেন মিন্টের কর্তারা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports