রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভিতরে রয়েছে বেশকিছু বেআইনি নির্মাণ। আর তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। আর তার প্রেক্ষিতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালযের ভিতর যে রাজনৈতিক দলের বেআইনি নির্মাণ আছে সেগুলি অবিলম্বে ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এমনকী এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে রাজনৈতিক দলের প্রতীক, পতাকা–সহ যাবতীয় সরঞ্জাম সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে আদালত।
এদিকে এই বেআইনি নির্মাণ দেখা গিয়েছে, জোড়াসাঁকোর রবীন্দ্রভারতীর ক্যাম্পাসে। তা নিয়ে বেশ কয়েকদিন আগে জোর চর্চাও শুরু হয়েছিল। তারপর এই বেআইনি নির্মাণের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সেই জনস্বার্থ মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ক্যাম্পাসের অন্দরের সমস্ত বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন। এই হেরিটেজ ভবনকে আগের অবস্থায় ফেরাতেই এমন নির্দেশ দিয়েছে আদালত। এমনকী আদালতের নির্দেশ কার্যকর করে ৪৫ দিনের মধ্যে রিপোর্ট জমা করতে কলকাতা পুরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর কলকাতা পুরসভা প্রস্তুতি নিচ্ছে এই বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে। কারণ এখানে কোনও রাজনীতির বাতাবরণ তৈরি হোক সেটা চান না স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে তিনি মেয়রকে আদালতের নির্দেশ মানতে বলেছেন বলে সূত্রের খবর। কলকাতা পুরসভাকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতির মন্তব্য, ‘দ্রুত এই নির্মাণ ভাঙা দরকার। বুধবারের মধ্যে ভেঙে ফেলুন। সবাই মেনে নিয়েছে সেখানে নিয়ম মেনে নির্মাণ হয়নি। তাই আর ফেলে রাখার প্রয়োজন নেই।’