২০২১ সালের বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর কাঁকুড়গাছিতে খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। সেই মামলায় চার বছর পরে এসে সম্প্রতি অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই। তাতে নাম রয়েছে মোট ১৮ জনের। এ নিয়ে বিস্ময় প্রকাশ আদালত। বিচারকের প্রশ্ন, তথ্যপ্রমাণ দু’বছর আগেই মিলেছিল। তা হলে এত দেরি কেন? ‘এটা কি রসিকতা হচ্ছে?’
আরও পড়ুন: অভিজিৎ সরকার খুনে তৃণমূলের বাহুবলি বিধায়ক পরেশ পালসহ ১৮ জনের নামে চার্জশিট
শুনানি শুরু হতেই বিচারক সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন করেন, অভিযুক্তদের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? সিবিআইয়ের তরফে জানানো হয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ওয়ারেন্ট বা সমন জারি করতে পারে অভিযুক্তদের নামে। তখনই বিচারকের প্রশ্ন, ১৮ জন অভিযুক্তের মধ্যে কাউকে কি গ্রেফতার করার চেষ্টা করা হয়েছিল? সিবিআইয়ের তরফে জানানো হয়, তা করা হয়নি। বিচারক জানতে চান, কাউকে গ্রেফতারের প্রয়োজন ছিল কিনা। সিবিআইয়ের জবাব, তাঁরা তদন্তে সহযোগিতা করছিলেন।
সিবিআই যে অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে তাতে নাম রয়েছে বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল, কলকাতা পুরসভার কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষ-সহ আরও ১৫ জনের। শুক্রবার আদালত নির্দেশ দেয়, এই ১৮ জনকে সমন পাঠাতে হবে। সঙ্গে মূল মামলায় থাকা ২০ অভিযুক্তকেও সমন পাঠানোর নির্দেশ দেয় আদালত। বিচারক আরও জানতে চান, অভিযুক্তরা পালিয়ে যেতে পারেন কি না। সিবিআই জানায়, তাদের তেমন মনে হয়নি। এই বিবেচনায় করে আদালত বলে, গ্রেফতারি নয়, বরং সমন দিয়েই হাজিরা নিশ্চিত করা হোক।