বিড়লা বনাম লোধা পরিবারের মামলায় সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর আগে সিঙ্গল বেঞ্চ এমপি বিড়লা সংস্থার চেয়ারম্যানের পদ থেকে হর্ষবর্ধন লোধাকে সরিয়ে দিয়েছিল। তবে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে জানিয়ে দিয়েছে, হর্ষবর্ধন চেয়ারম্যান হিসেবে কাজ চালিয়ে যেতে পারবেন। একইসঙ্গে প্রিয়ম্বদা বিড়লার এই গ্রুপের সম্পত্তির ভারও থাকবে তাঁর হাতে। তাছাড়া সংস্থার যাবতীয় কাজকর্ম নিয়ে এতদিন সিদ্ধান্ত নিত ৩ সদস্যের একটি প্রশাসনিক কমিটি। সেই কমিটির কাজেও বিধি নিষেধ জারি করেছে ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন: Vi-তে ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ভোডাফোন ও আদিত্য বিড়লা গ্রুপ
বিড়লা এবং লোধা পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে মামলা চলছে প্রায় ২১ বছর ধরে। লোধা পরিবারের দাবি, ২০০৪ সালে এমপি বিড়লা গ্রুপের প্রধান প্রিয়ম্বদা দেবীর মৃত্যু হয়। তবে মৃত্যুর আগে তিনি কোম্পানি যাবতীয় সম্পত্তি তাঁর স্বামী মাধবপ্রসাদের বিশ্বস্ত উপদেষ্টা রাজেন্দ্র সিংহ লোধার নামে উইল করে দিয়েছিলেন। সেই সময় থেকে কোম্পানির চেয়ারম্যান হন রাজেন্দ্র। এদিকে, প্রিয়ম্বদা পরিবারের সদস্যরা সেই উইল মানতে চাননি। উত্তরাধিকার সূত্রে তারা সেই সম্পত্তির অংশীদার বলে দাবি করেছিলেন। অন্যদিকে, রাজেন্দ্রর মৃত্যুর পরে উত্তরাধিকার সূত্রে ওই সংস্থার চেয়ারম্যান হন হর্ষবর্ধন। পরে সেই উইলকে চ্যালেঞ্জ করে শুরু হয় দুপক্ষের আই নিয়ে লড়াই। সেই সংক্রান্ত মামলায় এর আগে আদালত ৩ সদস্যের একটি প্রশাসনিক কমিটিকে যাবতীয় কাজকর্ম দেখার দায়িত্ব দিয়েছিল।