চোটর কারণে পিএসএল ২০২৫-এ খেলতে পারেননি লিটন দাস। তিনি টুর্নামেন্ট শুরুর আগেই আঙুলে চোট পেয়ে ফিরে এসেছিলেন দেশে। এখন চোট সারিয়ে উঠেছেন লিটন। আর তাঁকেই এবার জাতীয় দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক ঘোষণা করা হয়েছে। এই সংস্করণে লিটনের হাতেই যে দলের দায়িত্ব তুলে দেওয়া হবে, এই নিয়ে বহু দিন ধরেই আলোচনা চলছিল। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে লিটনকে। এর আগে স্টপগ্যাপ অধিনায়ক হিসেবে চারটি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে লিটন দাসের।
২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ চোটের কারণে ছিটকে গিয়েছিলেন। তখন সেই ম্যাচে লিটন নেতৃত্ব দেন। সেটাই তাঁর হাতেখড়ি ছিল। গত বছরের শেষে উইন্ডিজের বিপক্ষে পুরো সিরিজে অধিনায়ক ছিলেন ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটার। এবার তিনি পেলেন ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের জন্য পূর্ণ অধিনায়কের দায়িত্ব।
আরও পড়ুন: হয়তো পরের বছরও IPL খেলবে ও… ধোনির ছেলেবেলার কোচই এবার বড় দাবি করলেন শিষ্যের অবসর প্রসঙ্গে
এদিকে আসন্ন সংযুক্ত আরব আমিরশাহি এবং পাকিস্তান সিরিজের জন্য টি-টোয়েন্টিতে সহ–অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অফ স্পিনার মেহেদি হাসান। রবিবার বিকেলে মিরপুরে তাঁদের নাম ঘোষণা করেন ক্রিকেট অপারেশনশ চেয়ারম্যান নাজমুল আবেদিন। মেহেদীকে সহ–অধিনায়ক করা নিয়ে জানতে চাইলে নাজমুল জানিয়েছেন, শুধু এই দু'টি সিরিজের জন্যই তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। এভাবে আরও কয়েক জনকে চেষ্টা করা হবে। সেখান থেকে শেষ পর্যন্ত একজনকে বেছে নেবেন তাঁরা।
গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর এবারই প্রথম টি-টোয়েন্টি সংস্করণে মাঠে নামছে বাংলাদেশ। ওই সিরিজে যাঁরা দলে ছিলেন, তাঁদের মধ্যে এবার নেই আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও রিপন মণ্ডল। তাঁদের জায়গা নিয়েছেন নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, তনভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম।
পাকিস্তান যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরশাহিতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সূচি অনুযায়ী, ১৭ ও ১৯ মে অনুষ্ঠিত হবে ম্যাচ দু'টি। আর দু'টি ম্যাচই হবে শারজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
এরপর ২৫ মে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ মে। এই দুটি ম্যাচের ভেন্যু ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। পরের তিনটি টি-টোয়েন্টি যথাক্রমে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন অনুষ্ঠিত হবে, ভেন্যু লাহোরের গদ্দাফি স্টেডিয়াম।
সংযুক্ত আরব আমিরশাহি এবং পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, শামিম হোসেন, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, মেহেদি হাসান (সহ-অধিনায়ক), তনভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, শরিফুল ইসলাম।