গত ৭ মে প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিকের ফলাফল। তবে এখনও কলেজে ভর্তি পোর্টাল না খোলায় উদ্বিগ্ন পড়ুয়া, অভিভাবক থেকে শুরু করে কলেজ কর্তৃপক্ষ। ভর্তি প্রক্রিয়ায় দেরি হচ্ছে, এমনই অভিযোগ উঠেছে। সেই আবহে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি আশ্বস্ত করেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই পোর্টাল খুলে যাবে। কবে খুলতে পারে সেই ইঙ্গিতও দিয়েছেন শিক্ষামন্ত্রী। সেইসঙ্গে ব্রাত্যর দাবি, কলেজে ভর্তি প্রক্রিয়ায় কোনও দেরি হচ্ছে না।
আরও পড়ুন: 'পরীক্ষায় বসতে চাইছি না,' ব্রাত্য বসুকে চিঠি দিচ্ছেন চাকরিহারা শিক্ষকরা
ইতিমধ্যেই কিছু বেসরকারি ও সংখ্যালঘু কলেজ নিজেদের অ্যাডমিশন পোর্টাল খুলে দিয়েছে। ফলে সেই কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে সরকারি এবং সরকার পরিচালিত কলেজগুলোতে তা এখনও হয়নি। মূলত ওবিসি সংরক্ষণ সংক্রান্ত কিছু জটিলতার কারণে ভর্তি প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত ছিল। তবে শিক্ষামন্ত্রী জানান, সেই সমস্যার সমাধান হয়ে গিয়েছে। সংশোধিত নিয়ম শীঘ্রই বিধানসভায় উপস্থাপন করা হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘গত বছর অনলাইন অ্যাডমিশন পোর্টাল চালু হয়েছিল ১৯ জুন। এবার তারও আগে পোর্টাল খুলে যাবে। এখনও কিছু কাজ চলছে। আগামী সাত দিনের মধ্যে সম্পূর্ণ হবে।’ তিনি আশ্বস্ত করেছেন, ছাত্রছাত্রীদের চিন্তার কোনও কারণ নেই।’ তিনি আরও জানান, এই বছর কলেজে ভর্তি প্রক্রিয়ায় কোনও রকম দেরি হচ্ছে না। উচ্চশিক্ষা দফতর সূত্রে জানা যাচ্ছে, পোর্টাল কার্যত প্রস্তুত এবং এখন শুধু চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা।