বাণিজ্য সম্মেলনে টেকনো ইন্ডিয়া গ্রুপের সঙ্গে মউ স্বাক্ষরিত হয় মালয়েশিয়ার একটি সংস্থার। জেআইএস গ্রুপের সঙ্গে থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে চুক্তি হয়। ইউনিসেফের সঙ্গে মৌ চুক্তি হয়। কলকাতার ক্রেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের সঙ্গে মউ চুক্তি হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (ANI Photo)
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আজ, বুধবার শেষ হল। তবে এখানে মোট ১৮৮টি মউ স্বাক্ষর হয়েছে। এই কথা জানিয়েছেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে শিক্ষাক্ষেত্রে ১৩টি মউ চুক্তি সাক্ষরিত হয়েছে। দেশ–বিদেশের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান আজ কল্যাণী এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ চুক্তি স্বাক্ষর করেছে। তার ফলে শিক্ষাক্ষেত্রে আরও উন্নতি হবে বলে মনে করা হচ্ছে। আবার আর্থিকভাবে অনগ্রসর জেনারেল ক্যাটেগরির (ইডব্লুএস) ছাত্রছাত্রীরাও এবার রাজ্য সরকারের অধীন স্কুলগুলিতে ১০ শতাংশ সংরক্ষণের সুবিধা পাবে।
এদিকে নতুন শিক্ষাবর্ষের জন্য ইতিমধ্যেই নিয়মবিধি প্রকাশ করেছে শিক্ষা দফতর। এই সংরক্ষণের তালিকায় থাকছে তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্তরা। আর তার সঙ্গে ইডব্লুএস। এতে শিক্ষা পাবে সকলেই। আর্থিক অবস্থার জন্য পিছিয়ে গেলেও শিক্ষা পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে যেতে হবে না। রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক–শিক্ষিকারা। আর তার পরই আজ বাণিজ্য সম্মেলনে ১৩টি সংস্থার সঙ্গে চুক্তি করল রাজ্য সরকার। সেখানেই এই বিষয়টি তুলে ধরা হয় বলে সূত্রের খবর।
অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের মউ চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির ফলে স্নাতক স্তরের গবেষণা এবং শিক্ষক বিনিময় হবে। তাতে বৈদেশিক শিক্ষার মেলবন্ধন ঘটবে। সেটা ঘটলে শিক্ষার মান বাড়বে রাজ্যের ছেলে–মেয়েদের মধ্যে। চিত্রকলার উন্নতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি সংস্থা সিনপসিস ইডা’র সঙ্গে মউ স্বাক্ষর হয়। আবার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইন্দোনেশিয়া ইসলাম ইউনিভার্সিটির মউ চুক্তি হয়েছে। সিকম স্কিল ইউনিভার্সিটির সঙ্গে অটোমোটিভ স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল এবং আইএসওএএইচ ডাটা সিকিউরিটিজ প্রাইভেট লিমিটেডের মউ স্বাক্ষর হয়। আর অ্যাডামাস ইউনিভার্সিটির সঙ্গে এআরইউ কেমব্রিজের চুক্তি হয়।
এছাড়া ভর্তি সংরক্ষণের বিষয়ে অনুমোদিত বয়সের চেয়ে চার মাস বয়স কম থাকলে বিবেচনার ভিত্তিতে সেই পড়ুয়াকে ভর্তি নিতে পারবেন প্রধান শিক্ষক বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। আর প্রাথমিকের পড়ুয়াদের সরাসরি উচ্চ প্রাথমিক স্তরে ভর্তি নিতে বাধ্য থাকবে হাইস্কুল বলেও উল্লেখ রয়েছে। আবার পাঁচ বছর থেকে ভর্তি করা যাবে প্রাক–প্রাথমিকে। প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ছ’বছর। তবে বয়স সাত বছরের বেশি হলবে না। ২০২৪ সালের ১ জানুয়ারি পর্যন্ত পড়ুয়াদের যে বয়স সেটিকেই ধরা হবে। লটারিতে কোনও ছাত্র কোনও স্কুলে ভর্তি হতে না পারলে ডিআইদের সঙ্গে যোগাযোগ করতে হবে অভিভাবকদের। আর ডিআই এসআইদের মাধ্যমে ওই ছাত্রকে পাশের কোনও স্কুলে ভর্তি করার ব্যবস্থা করবেন। আজ বাণিজ্য সম্মেলনে টেকনো ইন্ডিয়া গ্রুপের সঙ্গে মউ স্বাক্ষরিত হয় মালয়েশিয়ার একটি সংস্থার। জেআইএস গ্রুপের সঙ্গে থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে চুক্তি হয়। ইউনিসেফের সঙ্গে মৌ চুক্তি হয়। কলকাতার ক্রেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের সঙ্গে রাজ্য সরকারের মউ চুক্তি হয়েছে।