'মোদী সাহেব, আল্লাহকে ভয় করুন'। পরমাণু হামলার হুমকি দিয়ে এমনই মন্তব্য করেছিলেন বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিক তথা প্রাক্তন মন্ত্রী কর্নেল অলি আহমেদ। সেই হুমকির জবাবে এবার পালটা চাঁচাছোলা আক্রমণ শানালেন মেঘালয় এবং ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। এই নিয়ে এক পোস্টের জবাবে তথাগত রায় লিখলেন, 'মোদী সাহেব আল্লাহকে ভয় করেন না, কারণ তিনি আল্লাহতে বিশ্বাসই করেন না।' (আরও পড়ুন: বাংলাদেশিরা পরমাণু স্বপ্ন দেখে পাকিস্তানের দিকে তাকিয়ে, সেই 'ঘুম' ভাঙায় আমেরিকা)
আরও পড়ুন: গভীর রাতে সীমান্তে পরপর বিকট বিস্ফোরণ! ঘুম উড়ল বাংলাদেশিদের
কর্নেল অলির বক্তব্যের ভাইরাল ভিডিয়োর জবাবে তথাগত রায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লেখেন, 'মোদী সাহেব আল্লাহকে ভয় করেন না, কারণ তিনি আল্লাহকে বিশ্বাস করেন না। এই অলি কি বিশ্বাস করে যে পারমাণবিক শক্তিধর দেশগুলো ভিক্ষুক রাষ্ট্র বাংলাদেশিদের খুশি করার জন্য মাথা ঝুঁকিয়ে রেখেছে?' (আরও পড়ুন: ক্রমেই বাড়ছে 'মাথা ব্যথা', 'স্বীকার করলেন' বাংলাদেশের মুখ্য উপদেষ্টা ইউনুস)
আরও পড়ুন: ফের বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে যাচ্ছে পাকিস্তানি জাহাজ, এবার কন্টেইনারে আছে...
আরও পড়ুন: ডোভাল-ওয়াং বৈঠকের পর ভিন্ন বিবৃতি ভারত-চিনের, 'সহমত' হওয়া নিয়ে 'দ্বিমত' দুই দেশ?
এর আগে নিজের ভাষণে অলি নিজের মুখেই স্বীকার করে নিয়েছিলেন যে, বাংলাদেশকে ভারত সাহায্য করেছিল মুক্তিযুদ্ধে। তবে তারপর ভারতের কৃতিত্বকে ছোট করারও চেষ্টা করেন। লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান অলি আহমেদ বলেন, 'যে ভারত ১৫ বছর বাংলাদেশকে গাভী হিসেবে ব্যবহার করেছে, সেই ভারতে গিয়ে আশ্রয় নিল। আমাদেরও অনেক বন্ধু রাষ্ট্র আছে, যাদের কাছে নিউক্লিয়ার বম্ব আছে এবং তারা দিতে রাজি আছে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চুষব, এটা হবে না। এখান থেকেও নিউক্লিয়ার বম্ব লঞ্চ করা হবে।' (আরও পড়ুন: LAC-তে সেনার উপস্থিতি কমায়নি চিন, PLA নিয়ে বড় দাবি আমেরিকার)
আরও পড়ুন: ভারতের অংশ দখল করার বর্তা দিয়েছিলেন ইউনুসের 'ডান হাত', কী বলল আমেরিকা?
প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরে বাংলাদেশের বহু নেটিজেন এবং রাজনীতিবিদ ভারত দখল নিয়ে দিবাস্বপ্ন দেখতে শুরু করেছেন। এই নিয়ে অনেকেই অনেক আলটপকা মন্তব্য করেছেন। কয়েকদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহিদুজ্জামান এক সেমিনারে বলেছিলেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ পরমাণু চুক্তি করুক। সোশ্যাল মিডিয়াতেও বাংলাদেশিদের একটা বড় অংশ 'স্বপ্ন' দেখে, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের থেকে পরমাণু অস্ত্রের সাহায্য পাওয়ার। আবার কয়েকদিন আগেই এক পাক ধর্মগুরুকেও বলতে শোনা যায়, 'পাকিস্তানের পরমাণু বোমা বাংলাদেশের'। এদিকে এরই মাঝে সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের একটি পোস্ট ঘিরে জোর বিতর্ক হয়েছে। ভারতের একাধিক রাজ্য মিলিয়ে 'অখণ্ড বাংলাদেশ' গড়ার ডাক দিয়েছিলেন মাহফুজ। তাঁর সেই পোস্ট ঘিরে অবশ্য বিতর্ক শুরু হয় বাংলাদেশেই। পরে তিনি সেই পোস্ট মুছে দিয়েছিলেন।