কয়লা পাচার মামলায় অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রকে এক নাবালিকার যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। আর তার ঠিক একদিন পরেই তাকে ভার্চুয়ালি পেশ করার নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দিয়েছেন জেল হোক বা থানা বিকাশ যেখানেই থাকুন না কেন তাকে যেন আজই ভার্চুয়ালি হাজির করানো হয়। কয়লা পাচার মামলায় চার্জ গঠনের জন্যই তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত।
আরও পড়ুন: কয়লাপাচার মামলায় জামিন পেলেন বিকাশ মিশ্র, ‘আমি নির্দোষ’ জানালেন প্রতিক্রিয়ায়
এদিন আদালতে অনুপ মাঝি ওরফে লালা-সহ ৪৮ জন অভিযুক্ত সশরীরে হাজির হয়েছিলেন। তবে অনুপস্থিত ছিলেন বিকাশ মিশ্র। উল্লেখ্য, কয়লা পাচার মামলায় অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র। গরু পাচার মামলাতেও নাম রয়েছে তার। দুটি মামলাতেই এর আগে বিকাশকে গ্রেফতার করেছিল সিবিআই। তবে এতদিন তিনি জামিনেই ছিলেন। গত ১৮ নভেম্বর আসানসোল সিবিআই আদালত আজ অর্থাৎ ২৫ নভেম্বর চার্জ গঠনের নির্দেশ দিয়েছিল। চার্জশিটে নাম থাকা সকলকেই হাজিরা দিতে বলেছিল আদালত। তবে এদিন বাকিরা থাকলেও গ্রেফতার হওয়ায় আদালতে উপস্থিত ছিলেন না বিকাশ। তাই আদালতের এই নির্দেশ। জানা গিয়েছে, বিচারকের নির্দেশের পরেই তাকে ভার্চুয়ালি হাজির করানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
উল্লেখ্য, নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগে বিকাশ মিশ্রের বিরুদ্ধে পকসো সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। তবে হঠাৎ করে কেন বিকাশের বিরুদ্ধে এমন মামলা তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
জানা গিয়েছে, বিকাশের বিরুদ্ধে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেন তার বৌদি অর্থাৎ দাদা বিনয় মিশ্রের স্ত্রী। অভিযোগ, বিনয়ের নাবালিকা মেয়েকে যৌন হেনস্তা করেছেন বিকাশ। এ ছাড়াও খুনের চেষ্টা, হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিকাশের বিরুদ্ধে।
উল্লেখ্য, কয়লা পাচারের অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন বিকাশ মিশ্র। তিনি অনুপ মাজি ওরফে লালার ব্যবসায় সহযোগিতা করতেন বলে অভিযোগ। গ্রেফতারের পর তিনি দীর্ঘদিন আসানসোল সংশোধনাগারে ছিলেন। তবে সিবিআই বিকাশকে করলেও অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র দেশ ছেড়ে পালিয়ে যান। বর্তমানে বিদেশে রয়েছেন তিনি। তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে সিবিআই। জানা গিয়েছে, কয়লা মামলায় আসানসোল আদালতে চার্জ গঠনের প্রক্রিয়া চলছিল। আসানসোলের বিশেষ সিবিআই আদালত থেকে বিকাশের ভার্চুয়াল হাজিরার জন্য প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে মেল করা হয়েছে বলে জানা যাচ্ছে।