বাঙুরে একাকী বৃদ্ধা রহস্যজনক খুনের কিনারা করল পুলিশ। ঘটনায় অভিযুক্ত পরিচারককে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, লুঠ করার উদ্দেশ্যেই ওই বৃদ্ধার গলায় ফাঁস লাগিয়ে তাঁকে খুন করেছে অভিযুক্ত।পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই বৃদ্ধার খুনের তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বৃদ্ধার বাড়িতে এক পরিচারকও কাজ করত। কিন্তু ঘটনার পর থেকে বেপাত্তা হয়ে যায় ওই ব্যক্তি। পুলিশের সন্দেহ গিয়ে পড়ে তার উপর। এরপর বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে ওই পরিচারকের হদিশ পায় পুলিশ। তদন্তকারীরা আরও জানতে পারেন, ওই অভিযুক্তের বাড়ি উত্তরপ্রদেশে। তার পরেই পুলিশের একটি দল উত্তরপ্রদেশের উদ্দেশে রওনা দেয়। সেখান থেকে অভিযুক্তকে গ্রেফতার করে লেকটাউন থানার ওই তদন্তকারী দলটি। সেখান থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছে ধৃতকে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করার তোড়জোড় শুরু করেছেন তদন্তকারীরা। উল্লেখ্য, লেকটাউনের বাঙুর বি ব্লকের বাড়িতে একাকী থাকতেন দীপা মুখোপাধ্যায়(৬৫)। তাঁর ছেলেমেয়েরা অন্যত্র থাকেন। কিছুদিন ধরেই ওই বৃদ্ধার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না তাঁর আত্মীয়রা। এরপর বাধ্য হয়ে খোঁজ নিতে এসে ঘরের মধ্যে তাঁরা বৃদ্ধার পচাগলা মৃতদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে ওই বৃদ্ধার গলায় গামছা জড়ানো পচাগলা দেহ উদ্ধার করে। ঘরে ঢুকে তদন্তকারীরা দেখেন, সারা ঘর লন্ডভন্ড অবস্থায় রয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয় যে, এই খুন শ্বাসরোধ করে করা হয়েছিল।