দুর্গাপুজোর আগে শহরজুড়ে বাড়তি ভিড় ও মণ্ডপ নির্মাণের কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ডেঙ্গি প্রতিরোধে বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুরসভা। পুরসভার স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই সমস্ত পুজো কমিটিকে সতর্কতামূলক নির্দেশিকা পাঠিয়েছে। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, মণ্ডপ ঘিরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা বাধ্যতামূলক। কোথাও যেন জল জমে না থাকে, কারণ এটাই ডেঙ্গি বাহক মশার প্রধান প্রজনন ক্ষেত্র।
আরও পড়ুন: জলপাইগুড়িতে জাপানি এনকেফালাইটিসে মৃত্যু প্রৌঢ়ার, সতর্ক জেলা প্রশাসন
পুরসভার নির্দেশ, মণ্ডপের আশপাশের জমে থাকা জল দ্রুত সরিয়ে ফেলতে হবে। বাঁশ ব্যবহার করলে ফাঁপা ডগাগুলো বালি বা মাটি দিয়ে ভরাট করতে হবে অথবা কাপড় দিয়ে শক্তভাবে বেঁধে দিতে হবে, যাতে জল জমে না থাকে। প্রতিটি মণ্ডপে নিয়মিত পরিদর্শন চালাতে হবে স্থানীয় কাউন্সিলর এবং বরো ভেক্টর কন্ট্রোল অফিসারদের।ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ অতীন ঘোষ জানিয়েছেন, নির্দেশিকা ইতিমধ্যেই সব কাউন্সিলর ও দফতরকে পাঠানো হয়েছে। তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডের পুজো মণ্ডপে নজর রাখতে বলা হয়েছে। মঙ্গলবার ৩ নম্বর ওয়ার্ডের গুরুদ্বারের পুজো থেকে পরিদর্শন শুরু হবে। এরপর টালা প্রত্যয় সহ বড় বড় মণ্ডপ ঘুরে দেখা হবে।
পুরসভার তরফে জানানো হয়েছে, শারদোৎসবের ভিড় ও উচ্ছ্বাসে ডেঙ্গি যেন নতুন করে মাথাচাড়া না দেয়, সেটাই প্রধান লক্ষ্য। তাই সমস্ত পুজো কমিটিকে নিয়মিত মশা প্রতিরোধের ব্যবস্থা নিতে এবং পরিবেশ সচেতনতার দিকে বিশেষ মনোযোগ দিতে অনুরোধ করা হয়েছে। শহরজুড়ে ইতিমধ্যেই ডেঙ্গি সংক্রমণের আশঙ্কা রয়েছে। সেই পরিস্থিতিতে উৎসবের মরসুম শুরুর আগেই পুরসভার এই পদক্ষেপকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কর্তৃপক্ষের আশা, নির্দেশ মেনে চললে পুজোর আনন্দে ডেঙ্গি ভয়াবহ রূপ নিতে পারবে না।