লোকসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি। তার জন্য নির্বাচন কমিশনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের জন্য ইতিমধ্যেই একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। আর এবার সীমান্তে নজরদারি বাড়ানোর ওপর জোর দিল নির্বাচন কমিশন। এবিষয়ে কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করেছে কমিশন।
আরও পড়ুনঃ বাংলায় বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন, আর কোথায় একই পদক্ষেপ?
সাধারণত, বাংলাদেশ সীমান্ত হয়ে এরাজ্যে সোনা, মাদক পাচার হয়ে থাকে। সেক্ষেত্রে ভোটের কাজ ব্যাহত হতে পারে। সেই কথা মাথায় রেখেই এই নির্দেশ নির্বাচন কমিশনের। সেক্ষেত্রে সশস্ত্র সীমা বল এবং সীমান্তরক্ষী বাহিনীকে আলাদাভাবে নজরদারি চালাতে বলা হয়েছে। ভারতের সীমান্ত যেমন মায়ানমার, নেপাল, বাংলাদেশ, চিন, সেখানে নজরদারি কড়া করতে হবে বলে কমিশনের নির্দেশ। সমুদ্রপথে উপকূল রক্ষী বাহিনীকে নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে।
বুধবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত পুলিশ, আমলা, আধা সেনা ও সব ক্ষেত্রের শীর্ষ আধিকারিককে নিয়ে বৈঠক করেন। তাতে এবিষয়টির ওপর জোর দেন তিনি। সেই বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব ভগবতীপ্রসাদ গোপালিকা এবং ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গত পঞ্চায়েত ভোটে কোনটি স্পর্শকাতর বুথ ছিল সেবিষয়টি খতিয়ে দেখেই মানদণ্ড নির্ধারণ করতে বলা হয়েছে।