এবার দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে সোনার দোকানে ঢুকে অভিনব উপায়ে চুরি করে পালাল দুই যুবক। কামালগাজির মোড়ে ওই সোনার দোকানে মাদুলি কিনতে মঙ্গলবার দুপুরে দুই যুবক আসে। রূপোর মাদুলি কিনে তারা টাকাও দেয়। তারপর কথায় কথায় দোকান মালিককে ব্যস্ত রেখে লক্ষাধিক টাকার সোনার গয়না হাতসাফাই করে তারা। এই ঘটনায় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।
ঠিক কী ঘটেছে নরেন্দ্রপুরে? স্থানীয় সূত্রে খবর, রূপোর মাদুলি কিনে সোনার গয়না হাতিয়ে নেয় দুই যুবক। তারপর দুই যুবক চলে যাওয়ার পরে বিষয়টি নজরে পড়ে দোকান মালিকের। গোটা ঘটনা ধরা পড়েছে দোকানের সিসিটিভি ক্যামেরায়। তখন নরেন্দ্রপুর থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে দু’জনকে চিহ্নিত করার চেষ্টা চলছে। তদন্ত শুরু হয়েছে।
কী দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজে? সিসি ক্যামেরায় দেখা গিয়েছে, গ্রাহক সেজে সোনার দোকানে ঢোকে দুই যুবক। প্রায় ১৫০ গ্রাম সোনার গয়না নিয়ে চম্পট দেয় তারা। যার আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ ৫০ হাজার টাকা। নরেন্দ্রপুর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে কামালগাজি মোড়ের গাঙ্গুলি মার্কেটের একটি সোনার দোকানে দু’জন যুবক আসে। তাদের দু’জনের মাথায় টুপি ছিল। গ্রাহক সেজে দোকানে ঢোকেন দুই যুবক। তারা মূলত হিন্দিতেই কথা বলতে থাকে।