
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা গত বছর বিয়ে করেছিলেন। সম্প্রতি উভয়েই ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট ২০২৫-এ উপস্থিত হয়েছিলেন। সেখানে শোভিতার লুক দেখে তাঁর গর্ভবতী হওয়ার খবর ছড়িয়ে পড়ে। শোভিতা সেখানে একটি শাড়ি পরেছিলেন এবং তার লুক দেখে অনুমান করা হয় যে অভিনেত্রী গর্ভবতী।
বলা হচ্ছে যে অভিনেত্রী তার গর্ভবতী হওয়ার খবর লুকানোর জন্য এমন পোশাক পরেন। তবে এ ব্যাপারে কোনও নিশ্চিত তথ্য নেই। অন্যদিকে, টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র এই খবরকে মিথ্যা বলে উল্লেখ করেছেন। ‘ঢিলা পোশাক পরার মানে এই নয় যে তিনি গর্ভবতী। এটা বেশ অদ্ভুত যে এরকম গল্প তৈরি করা হচ্ছে।’
উল্লেখ্য, নাগা এবং শোভিতার বিয়ে হয়েছিল ৪ ডিসেম্বর। বিয়ের আগে এবং পরেও উভয়েই তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বন্ধ রেখেছেন মুখ। কিন্তু সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নাগা তাঁর দাম্পত্য জীবনকে ‘দুর্দান্ত’ বলে বর্ণনা করেছেন। জানিয়েছেন, তাদের পেশাগত জীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বেশ সুন্দর করে বজায় রেখেছেন দুজনে। অভিনেতা আরও বলেছেন যে, সিনেমার প্রতি তাদের ভালোবাসা এবং ঘুরতে যাওয়ার শখ, তাঁদের সম্পর্ককে আর মজবুত করে তোলে।
শোভিতার সঙ্গে বিয়ে করার আগে নাগা বিয়ে করেছিলেন সামান্থা রুথ প্রভুকে। কিন্তু কয়েক বছর একসঙ্গে থাকার পর ২০২১ সালের অক্টোবরে তাদের বিচ্ছেদ হয়। অনেকেরই দাবি, প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকাকালীন শোভিতা ধুলিপালার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন নাগা। আর তাতেই হয় বিচ্ছেদ। যে কারণে রীতিমতো অবসাদে চলে যান সামান্থা। নাগা-শোভিতার বিয়ের পর থেকেই ক্রমাগত চলে এসেছে কটাক্ষ।
২০১৩ সালে মিস ইন্ডিয়া রানার আপ ছিলেন শোভিতা। বিজয়ীর খেতাব জিততে পারেননি, কিন্তু তিনি মিস আর্থে ভারতের প্রতিনিধিত্ব করেন। সাইকো রমন দিয়ে ২০১৬ সালে অভিনয়ে আত্মপ্রকাশ শোভিতার। একসময় গায়ের রংয়ের কারণে কম প্রত্যাখ্যান সহ্য করেননি শোভিতা। এমনকী, বিজ্ঞাপন থেকে রাতারাতি প্রতিস্থাপন করা হয়েছিল। শুধু তাই নয়, তাঁর জায়গায় একটি কুকুরকে কাস্ট করা হয়েছিল। তবে মেড ইন হেভেন সিনেমাটি বদলে দেয় শোভিতার ভাগ্য। শেফ, কালাকান্দি, কুরুপ, মেজর, পন্নিয়ান সেলভান, মাঙ্কি ম্যান, লাভ সিতারা-র মতো সিনেমায় কাজ করেছেন শোভিতা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports